প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২, ০০:০০
কচুয়া-হাজীগঞ্জ-গৌরীপুর সড়কে বাড়ছে একের পর এক মৃত্যুর সংখ্যা। প্রায়দিনই এই সড়কে ঝরছে প্রাণ। সড়ক ও জনপথ বিভাগ এই সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারসহ প্রধান প্রধান মোড়ে দুর্ঘটনা কবলিত স্থানে বসায়নি প্রতীক চিহ্ন। যে কারণে আবারো আরেকটি তাজা প্রাণ ঝরে পড়লো কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর সড়কে। বৃহস্পতিবার বিকেলে কচুয়া উপজেলার ডুমুরিয়া এলাকায় বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিলম পাটওয়ারী (৩২) নামের এক যুবক নিহত হন। তার সাথে থাকা আজাদ গাজী (৩০) নামের অপর যুবক গুরুতর আহত হন।
নিহত নিলম পাটওয়ারী ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামের মুহিত পাটোয়ারীর ছেলে ও আহত আজাদ গাজী চাঁদপুরের ইচলী ঘাট এলাকার বাচ্চু মিয়ার ছেলে। নিহত নিলম পাটোয়ারীর সাথে ঘুরতে আসা অপর মোটরসাকেল চালক রাশেদ হাসান জানান, আমরা বন্ধুরা মিলে চাঁদপুর থেকে কচুয়ায় ঘুরতে আসি। কচুয়া থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় ডুমুরিয়া নামক স্থানে হাজীগঞ্জ থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের সাথে আমার বন্ধু নিলমের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা দুর্ঘটনায় আহত নিলম ও আজাদকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক নিলমকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত আজাদকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। পারিবারিক সূত্রে জানা যায়, নিলম সদ্য বিবাহিত। রূপসা বাজারে তার ফোম ও পর্দার ব্যবসা রয়েছে।
স্থানীয়রা জানান, মেসার্স জননী ট্রেডার্স এন্ড বালু ঘাটের কচুয়াগামী বালু বোঝাইকারী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৬৭১০) হাজীগঞ্জগামী একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৩২-০২৪৭)-এর সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে মোটরসাইকেল চালক ও তার সাথে থাকা অপর আরোহী গুরুতর আহত হন। আমরা ঘাতক ট্রাকটিকে থামাতে চেষ্টা করলে ট্রাকের ড্রাইভার ট্রাক রেখে পালিয়ে যান। পরে পুলিশ এসে ট্রাকটিকে নিয়ে যায়।
কচুয়া থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করি এবং নিহতের লাশ উদ্ধার করি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।