প্রকাশ : ০২ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা আগামী ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসে শুরু হচ্ছে। তা চলবে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি পর্যন্ত। বিজয় মেলার জন্যে মাঠ প্রস্তুতের নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়েছে। গতকাল ১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে নির্মাণ কাজের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ।
সূচনাকালে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এম ইয়াকুব মাস্টার, মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ, স্টিয়ারিং কমিটির সদস্য ও সাবেক মহাসচিব শহীদ পাটওয়ারী, যুগ্ম মহাসচিব শরীফ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার, সদস্য সচিব মৃনাল সরকার, মাঠ মঞ্চের সদস্য সচিব মানিক দাস, নাট্য পরিষদের সদস্য সচিব এমআর ইসলাম বাবু, স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মনির হোসেন মান্না ও সদস্য সচিব অভিজিত রায়, সাঁতারু সানাউল্যা খান ও শেখ আল মামুন। এ বছর মুক্তিযুদ্ধের বিজয় মেলার গৌরবের ৩১ বছর। যার জন্যে বিজয় মেলায় কিছুটা নতুনত্ব আনা হচ্ছে বলে বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ জানিয়েছেন।