বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ নভেম্বর ২০২২, ০০:০০

মুক্তিযোদ্ধার হাতে গড়া যুগান্তর গণমানুষেরই কথা বলবে-এটাই স্বাভাবিক
শামীম হাসান ॥

পাঠক নন্দিত জাতীয় ‘দৈনিক যুগান্তর’ পত্রিকা প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে প্রথম হওয়ায় বাংলাদেশ ‘প্রেস কাউন্সিল’ পদক প্রাপ্তিতে ফরিদগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ অক্টোবর সোমবার ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় পাঠক সংগঠন স্বজন সমাবেশ উপজেলা শাখার সভাপতি হাজী কামরুল হাসান সউদের সভাপতিত্বে ও যুগান্তর ফরিদগঞ্জ প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

তিনি বলেন, যুগান্তর পত্রিকা যুগান্তকারী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের মাঝে জায়গা করে নিয়েছে, পত্রিকাটির প্রতিষ্ঠাতা ও মালিক যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারওয়ার ছিলেন মুক্তিযোদ্ধা। তাই মুক্তিযোদ্ধাদের হাতেগড়া পত্রিকাটি গণমানুষের কথা বলবে-এটাই স্বাভাবিক। শহরের বাইরের গ্রামের সাধারণ মানুষের কথা বলবে, তাদের সুখণ্ডদুঃখের কথা লিখবে। প্রেসকাউন্সিল পদক তারই স্বীকৃতি। প্রাতিষ্ঠানিক এমন স্বীকৃতিতে যুগান্তর পরিবারের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন। এখন তাদের আরো দায়িত্ব বেড়ে গেল। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই পত্রিকার কাছে দাবি রাখবো, তারা যাতে ধারাবাহিকভাবে এখনো যেসব প্রকৃত মুক্তিযোদ্ধা বেঁচে রয়েছেন, তাদের নিয়ে যুগান্তরে স্মৃতিচারণমূলক প্রতিবেদনে ৭১-এর সেসব দিনের কথা তুলে ধরেন। এতে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে। আমি আগামী পথ যাত্রায় যুগান্তরের জন্যে শুভ কামনা করছি। সময়ের পরিবর্তনের সাথে যুগান্তর আরো পাঠক নন্দিত হয়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করছি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আ্যাডঃ নাজমুন নাহার অনি, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সহ-সভাপতি আমান উল্যা আমান, বিসিক কর্মকর্তা ও স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা সম্পাদক আহসান হাবীব।

সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জাহিদ হোসেন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল হোসেন, রাজনীতিবিদ মনির হোসেন, সাংবাদিক এসএম মিজানুর রহমান, নারায়ণ রবিদাস, আনিছুর রহমান সুজন, নুরুল ইসলাম ফরহাদ, শরিফ হোসেন, শিমুল হাসান, আব্দুল কাদের, আমানুল্লাহ খান ফারাবী, মামুন হোসাইন, এফ এ মানিক, শাখাওয়াত হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়