প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২, ০০:০০
কচুয়ায় গাছ থেকে পড়ে আজম খাঁ (৬৩) নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে মেঘদাইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজম খাঁ পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামের মৃত রহমান খাঁর ছেলে।
নিহতের মেয়ে রোজিনা আক্তার জানান, রোববার মেঘদাইর গ্রামের আলী হোসেনের বাড়িতে রেইনট্রি গাছ কাটার কাজে যায় আমার বাবা। গাছের ডাল কাটার সময় তিনি গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান। নিহত আজম খাঁর স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
কচুয়া থানার ওসি মোঃ ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুরে গাছ থেকে পড়ে একজন নিহত হয়েছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।