প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে চলমান বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও থ্রি কুইন্স ওয়ারিয়র্স চাঁদপুর। টুর্নামেন্টে প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিসিবির কাউন্সিলর অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।
চাঁদপুর জেলা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার (২৯ অক্টোবর) টুর্নামেন্টের ২টি সেমি-ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম সেমি-ফাইনালে অংশগ্রহণ করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও শাহরাস্তি ক্রিকেট একাডেমী, চাঁদপুর।
প্রথম সেমি-ফাইনালে টসে জয়লাভ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৯ ওভার ১ বলে সবক’টি উইকেট হারিয়ে ১১২ রান করে। জবাবে শাহরাস্তি ক্রিকেট একাডেমি ১১৩ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ১৮ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ৬৭ রান করে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪৫ রানে জয় পেয়ে ফাইনালে উঠে।
টুর্নামেন্টের মিডিয়া পার্টনার স্টার লাইভ, চাঁদপুর কণ্ঠ, ফোকাস মোহনা ও চাঁদপুর বার্তা। সার্বিক সহযোগিতায় রয়েছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা।
দিনের দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করে আটিসান ইউসি স্পোর্টস ক্লাব ও থ্রি কুইন্স ওয়ারিয়র্স চাঁদপুর। প্রথমে ব্যাট করে আটিসান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। থ্রি কুইন্স চাঁদপুর ১৪৬ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ১৯ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে ফাইনালে উঠে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন থ্রি কুইন্স ওয়ারিয়র্সের অলরাউন্ডার ফজলে রাব্বি।