প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২, ০০:০০
গত ২৭ অক্টোবর জেলা প্রশাসন অলিম্পিয়াডের জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কামরুল হাসান তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় আগামী ৩০ অক্টোবর জেলা প্রশাসন অলিম্পিয়াডের উপজেলা পর্যায়ের অনুষ্ঠেয় প্রতিযোগিতা বাস্তবায়নে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। সভা শেষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণের সাথে প্রেস কনফারেন্সের মাধ্যমে আগামী ১২ নভেম্বর অনুষ্ঠেয় জেলা পর্যায়ের প্রতিযোগিতার বিষয়ে অবহিত করা হয়। সূত্র : ‘জেলা প্রশাসন চাঁদপুর’ ফেসবুক আইডি।