বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২, ০০:০০

আশা করবো সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন জেলা নেতৃবৃন্দ শীঘ্রই করবেন
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী বলেছেন, আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজনে কোনো ধরনের বিপত্তি বা প্রতিবন্ধকতা নেই। গত এক বছর যাবত জেলা আওয়ামী লীগকে এ বিষয়ে তাগাদা দেয়ার পরও কেনো তারা সম্মেলন করছেন না, তা আমার জানা নেই। আমি আশা করবো, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন জেলা নেতৃবৃন্দ শীঘ্রই করবেন। আইউব আলী বেপারী চাঁদপুর কণ্ঠের সাথে দেয়া সাক্ষাতকারে এ কথাগুলো বলেছেন।

দৈনিক চাঁদপুর কণ্ঠের সাথে তার দেয়া সাক্ষাৎকারটি পাঠকদের জন্য নিম্নে তুলে ধরা হলো-

দৈনিক চাঁদপুর কণ্ঠ : আপনি আওয়ামী লীগের যে ইউনিটের সাথে সংশ্লিষ্ট, সে ইউনিটের সর্বশেষ সম্মেলন কবে হয়েছিল ?

আইউব আলী বেপারী : ২০০৩ সালের জুন মাসে।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কতো বছর পর পর একটি শাখা/ ইউনিটের সম্মেলন করতে হয়?

আইউব আলী বেপারী : আমাদের গঠনতন্ত্রে সুস্পষ্ট বলা রয়েছে, ৩ বছর পর পর প্রতি ইউনিটের সম্মেলন করতে হয়। কিন্তু নানা প্রতিকূলতার কারণে হয়তো নির্দিষ্ট সময়-সীমার মধ্যে সম্মেলন করা সম্ভব হয়নি। তবে আমরা সকল সম্মেলন ত্রি-বার্ষিক করে থাকি।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : আপনার ইউনিটের সম্মেলন আয়োজনে কী কী বাধা আছে বলে মনে করেন?

আইউব আলী বেপারী : আমাদের সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজনে কোনো ধরনের বাধা বিপত্তি বা প্রতিবন্ধকতা নেই।

কিন্তু নানা প্রতিকূলতার কারণে আমরা আমাদের সম্মেলন নির্ধারিত সময়ে করতে পারি নাই। আমাদের সভাপতি মহোদয় ইতিমধ্যে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নির্ধারিত সময়ে না হওয়ার বিষয়ে বলেছেন। তন্মধ্যে ২০০১ সালের রাজনৈতিক প্রতিকূল পরিবেশ, একইভাবে ১/১১ এবং ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন কারণের কথা তিনি বলেছেন।

কিন্তু চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের অধীনস্থ সকল ইউনিট এমনকি সকল ওয়ার্ড সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গত ১ বছর যাবত জেলা আওয়ামী লীগকে এ বিষয়ে তাগাদা দেয়ার পরও কেনো সম্মেলন করছেন না, এ বিষয় আমার জানা নেই। এখন সকল এখতিয়ার জেলা আওয়ামী লীগের। আমি চাই, সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের সৃষ্টি হোক। সংগঠন গতিশীল হোক। এভাবে থাকলে সংগঠন ঝিমিয়ে পড়বে।

সর্বোপরি আমি আশা করবো, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন জেলা নেতৃবৃন্দ শীঘ্রই করবেন, এটিই আমার প্রত্যাশা।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন ৩০ অক্টোবরের মধ্যে হওয়ার কথা, যেটা নিয়ে মিডিয়ায় খবর এসেছে। সে আলোকে কোনো তোড়জোড় তো দেখা যাচ্ছে না। কারণ কী?

আইউব আলী বেপারী : আমি জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য হিসেবে আমি নিজেও অবগত নই যে অক্টোবর মাসে সম্মেলন হওয়ার বিষয়। অক্টোবর মাসও শেষ। এখন কবে হবে জেলা আওয়ামী লীগের সম্মেলন সে বিষয় চাঁদপুর জেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে জানালে হয়তো জেলা সম্মেলন হবে। তারিখ বা দিনক্ষণ ঠিক হলে তখন এ বিষয়ে অবশ্যই তোড়জোড় দেখতে পাবেন।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ-গ্যাস সঙ্কট, তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ আরো কিছু কারণে বিএনপির যে ধারাবাহিক আন্দোলন, তাতে আপনারা কতোটুকু উদ্বিগ্ন?

আইউব আলী বেপারী : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শের কর্মী এবং জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবনে প্রবেশ করি। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বিএনপির এ সকল ভাঁওতাবাজির আন্দোলন ও রাজনীতি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আর উদ্বিগ্ন এটি তো পরের বিষয়।

বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগ যারা আন্দোলন করতে জানে এবং আন্দোলন দমনও করতে জানে। বিএনপির আন্দোলন আমরা রাজপথে মোকাবেলা করার ক্ষমতা রাখি এবং আমরাও রাজপথে তাদের আন্দোলন মোকাবেলা করবো।

আপনারা জানেন, বিশ্বব্যাপী কোভিড মহামারী এবং ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে সারাবিশ্ব নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। সকল ক্ষেত্রে মানুষের জীবন-যাপনের ব্যয়সীমা বৃদ্ধি পাচ্ছে। সেখানে বিএনপির এসব দাবি অযৌক্তিক। তাদের সাথে এদেশের জনগণ নেই। তারা জনগণের রাজনীতি করে না, শুধু তাদের নেতা ও নেত্রীর রাজনীতি নিয়ে ব্যস্ত। আমরা বিশ্বাস করি এদেশের জনগণ এখন সচেতন। অতএব বিএনপিকে সকল ধরনের অপ্রচার বন্ধ করে এবং সকল ধরনের ভাঁওতাবাজি রেখে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে জনগণের কাতারে আশার আহ্বান জানাবো। অপরদিকে কোভিড মহামারী ও যুদ্ধের পর সারাবিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সারাবিশ্বে সকল বিষয় নিয়ে সঙ্কট তৈরি হয়েছে। বিশ্বের উন্নত রাষ্ট্র যুক্তরাষ্ট্রে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। বিশ্বের উন্নত রাষ্ট্র হিসেবে এরা অনেক উদ্বিগ্ন। আমি মনে করি মহান আল্লাহর দয়া ও রহমতে আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মধ্যে অনেক ভালো রয়েছে। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত দূরদর্শী নেতৃত্বের ফলে আমরা পৃথিবীর অনেক দেশের চাইতে ভালো আছি।

অতএব আমি মনে করি, আমাদের দেশের জনগণ সকল বিষয় সম্পর্কে অনেক সচেতন। তারা বিএনপির মতো সুযোগ সন্ধানী দলের ফাঁদে পা দিবে না এবং তাদের আন্দোলন কখনোই সফল হবে না।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : এ আন্দোলন সাংগঠনিকভাবে কিংবা অন্য কী উপায়ে মোকাবেলা করা যায় বলে আপনি মনে করেন?

আইউব আলী বেপারী : আমি পূর্বেই বলেছি, রাজপথে আন্দোলনের জন্যে এবং আন্দোলন মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত আওয়ামী লীগ, দেশের জনগণের কল্যাণে ও দেশকে উন্নয়নের পথে সরকারেও সেরা আওয়ামী লীগ।

অতএব আওয়ামী লীগ রাজপথে নামলে বিএনপির আন্দোলন রাজপথে মোকাবিলা করে, আগামীতেও আওয়ামী লীগের নেতৃত্বে দেশের জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : আপনি কি এমন মানসিক আস্থা পোষণ করেন যে, বিদ্যমান সমস্যা বিশেষ করে মূল্যস্ফীতি, অর্থনৈতিক সঙ্কট, সম্ভাব্য বৈশ্বিক মন্দা তথা নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে আওয়ামী লীগ স্বীয় জনপ্রিয়তা প্রমাণ করে আসন্ন সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে পারবে?

আইউব আলী বেপারী : দেখুন, আমাদের নেত্রী জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিচক্ষণ, অভিজ্ঞ রাজনীতিবিদ এবং সরকার প্রধান। তিনি যেভাবে তলাবিহীন বাংলাদেশকে আজ বিশ্বের মধ্যে উন্নয়নশীল বাংলাদেশে পরিণত করেছেন, আমার দৃঢ় আস্থা ও বিশ্বাস এদেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে আবারো রায় দিয়ে আওয়ামী লীগকে টানা চতুর্থবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করবে। আওয়ামী লীগ টানা ৪র্থ বারের মতো সরকার গঠন করে সারাবিশ্বে রেকর্ড করবে ইনশাআল্লাহ্।

বিএনপি যে ইস্যু জনগণের সামনে উপস্থাপন করছে, তা ভুলভাবে উপস্থাপন করছে। কিন্তু দেশের জনগণ অনেক সচেতন এবং দেশের জনগণ সারা বিশ্বের এ ঘটনা সম্পর্কে পুরোপুরি অবহিত বিধায় বিএনপির হাঁক-ডাকের আন্দোলন দিন দিন নিষ্প্রাণ হচ্ছে এবং কখনোই সফল হবে না। কারণ সকল কিছুর মধ্য দিয়েও দেশের জনগণের উন্নয়নে কাজ করছে বর্তমান আওয়ামী লীগ সরকার। তাই আমি বিশ্বাস করি এবং জনগণের প্রতি আস্থা রেখে বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টানা ৪র্থ বারের মতো দেশের জনগণের রায় নিয়ে ইনশাআল্লাহ্ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকার বিজয় হবে এবং সরকার গঠন করবে ইনশাআল্লাহ্।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : উপরোক্ত প্রশ্নমালার বাইরে আপনার অন্য কোনো বক্তব্য থাকলে উপস্থাপন করতে পারেন।

আইউব আলী বেপারী : আমরা মনে করি, এ দেশের জনগণ বোকা নয়, দেশের জনগণ এখন সচেতন। অতএব জনগণ মনে করে যাদের দ্বারা তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত হবে তাদের পক্ষে দেশের জনগণ থাকবে। সেটি এদেশের জনগণ বিগত ৩টি নির্বাচনে প্রমাণ করেছে এবং আগামীতেও সেটি প্রমাণ দিবে ইনশাআল্লাহ্।

উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী ১৯৮৯ সালে বর্তমান চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ড সাবেক ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন।

এরপর তিনি ১৯৯১ সালে চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৯৮ সালে জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ১৯৯৯ সালে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন।

পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০১৬ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলনে জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটির সদস্য হন।

তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলা পরিষদের সবচেয়ে কমবয়সী তরুণ উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়