প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
‘যুক্তির শুদ্ধতায় নিজেকে গড়ি, মাদককে না বলি’-এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম)-এর আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা শাখার সহযোগিতায় মাদকবিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর শনিবার চাঁদপুর সরকারি কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
সিডিএমের সাধারণ সম্পাদক রাবেয়া আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিডিএমের সভাপতি ভিভিয়ান ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলার সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন, সময় টিভি চাঁদপুর জেলা প্রতিনিধি ও সিডিএমের উপদেষ্টা ফারুক আহম্মদ, সিডিএমের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন ও সাবেক সহ-সভাপতি মাহজাবীন অধরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএমের প্রতিষ্ঠাতা সভাপতি সাব্বির আজম।
বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়া চাঁদপুর জেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে তিন পর্বের রাউন্ড বিতর্ক শেষে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় বাবুরহাট হাই স্কুল ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়। সংসদীয় ধারার এই বিতর্কে ৪-১ ব্যালটে বিজয়ী হয় বাবুরহাট হাই স্কুল। বিতর্কে স্পীকারের দায়িত্ব পালন করেন মাহজাবীন অধরা।
বিচারকের দায়িত্ব পালন করেন ভিভিয়ান ঘোষ, রাবেয়া আক্তার, রোবেল হোসেন, আবদুল বাসেদ ও ইমরান হোসেন ফাহিম। ফাইনালে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বাবুরহাট হাই স্কুলের উম্মে হাবিবা মুমু। টুর্নামেন্ট সেরা বিতার্কিক হন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামিয়া বিনতে জাকির এবং সেরা মেন্টর নির্বাচিত হন তাজরিয়া আক্তার জ্যোতি।