বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা
ফরিদগঞ্জ ব্যুরো ॥

চাঁদপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ফরিদগঞ্জের চান্দ্রা বাজারে তদারকি অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করে জরিমানা আরোপ ও আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নুর হোসেন রুবেল। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ, তারিখ ও এমআরপি, মেয়াদোত্তীর্ণ মাছের ঔষধ থাকায় তিনি এ জরিমানা আরোপ ও আদায় করেন।

মোঃ নুর হোসেন রুবেল জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লঙ্ঘনজনিত অপরাধে ঢাকা বেকারীকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের দায়ে ২০ হাজার টাকা, তারিখ ও এমআরপি না থাকায় চট্টগ্রাম বেকারীকে ২০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ মাসের থাকায় মীনা ট্রেডার্সকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার পুলিশ। ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়