বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

গণমাধ্যম কর্মীদেরকে বিভিন্ন মহল প্রত্যক্ষ-পরোক্ষভাবে ব্যবহার করতে চাইছে
মাহবুব আলম লাভলু ॥

২৪ বছর ধরে সাংবাদিকতার পেশায় জড়িত শহিদুল ইসলাম খোকন। তিনি মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে জন্মগ্রহণ করেন। শহিদুল ইসলাম খোকন সাপ্তাহিক প্রিয়ভাষী, আজকের মতলব, অগ্নিসাক্ষী, মুক্ত খবর, আঞ্চলিক পত্রিকা দৈনিক চাঁদপুর কণ্ঠ, দৈনিক মেঘনা বার্তা, দৈনিক চাঁদপুর বার্তা, জাতীয় দৈনিক ভোরের ডাক, ইংরেজি পত্রিকা দি পিপলস টাইমস ও দি বিজনেস স্ট্যান্ডার্ডে কাজ করেছেন এবং করছেন। তিনি মতলব উত্তর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাহিত্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

শহিদুল ইসলাম খোকন ‘সাংবাদিক নেতৃবৃন্দের ভাবনা’ বিষয়ে দৈনিক চাঁদপুর কণ্ঠের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন, আজকাল গণমাধ্যম কর্মীদেরকে বিভিন্ন মহল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করতে চাইছে। তার সাক্ষাৎকারটি নিচে হুবহু তুলে ধরা হলো।

চাঁদপুর কণ্ঠ : আপনার উপজেলায় সাংবাদিকতা অতীতের সকল সময়ের চেয়ে কি গতিশীলতা পেয়েছে? গতিশীলতা পেলেও কি মান রক্ষা হচ্ছে?

শহিদুল ইসলাম খোকন : আমার উপজেলায় সাংবাদিকতা অতীতের সকল সময়ের চেয়ে গতিশীলতা পেয়েছে। গতিশীলতা বৃদ্ধি পেলেও মান বৃদ্ধি পায়নি।

চাঁদপুর কণ্ঠ : পত্রিকাগুলোর প্রিন্টিং সংস্করণের পাঠক এবং টিভি সংবাদের শ্রোতাণ্ডদর্শক দিনদিন কমছে। কারণ কী? এমনটি রোধের উপায় কী?

শহিদুল ইসলাম খোকন : পত্রিকাগুলোর প্রিন্টিং সংস্করণের পাঠক এবং টিভি সংবাদে শ্রোতাণ্ডদর্শক দিনদিন কমছে। এমনটি রোধের উপায় হচ্ছে অনলাইন নিউজপোর্টাল, ইউটিউব চ্যানেল, ফেসবুক, টুইটার ইত্যাদি নিয়ন্ত্রিত করা।

চাঁদপুর কণ্ঠ : আজকাল গণমাধ্যম কর্মীদেরকে বিভিন্ন মহল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করতে চাইছে। অনেকে ইচ্ছা-অনিচ্ছায় ব্যবহৃতও হচ্ছে। সাংবাদিকদের মধ্যে অনৈক্য/বিভাজন থেকে এমনটি হচ্ছে। আপনার অভিমত কী?

শহিদুল ইসলাম খোকন : আজকাল গণমাধ্যম কর্মীদেরকে বিভিন্ন মহল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অব্যশই ব্যবহার করতে চাইছে। হ্যাঁ এ কথাও সত্যি, অনেকে ইচ্ছা ও অনিচ্ছায় ব্যবহৃতও হচ্ছে। আর সাংবাদিকদের সাথে অনৈক্য/বিভাজন থেকেই এমনটি হচ্ছে। আমার মতামত, সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তুলে একসাথে কাজ করলে অনৈক্য/বিভাজন দূর হবে।

চাঁদপুর কণ্ঠ : সংবাদ পরিবেশনে তাৎক্ষণিকতাকে গুরুত্ব দিতে গিয়ে অনলাইন সাংবাদিকতার জোয়ার। এতে কেউ কেউ অপসাংবাদিকতার সুযোগ বা আশ্রয় নিচ্ছে। সকল সংবাদের ক্ষেত্রে কি তাৎক্ষণিকতা জরুরি? আপনার মতামত জানতে চাই।

শহিদুল ইসলাম খোকন : সংবাদ পরিবেশনে তাৎক্ষণিকতাকে গুরুত্ব দিতে গিয়ে অনলাইন সাংবাদিকতার জোয়ার বইছে। এ কথাও সত্যি যে, কেউ কেউ অপসাংবাদিকতার সুযোগ নিচ্ছে। না সকল ক্ষেত্রে তাৎক্ষণিকতা জরুরি নয়। আমার মতামত হচ্ছে, তাড়াহুড়ো করে ভুল তথ্য দেয়া বা তথ্য-উপাত্ত কম দেয়ার চেয়ে একটু দেরি হলেও সঠিক তথ্য দেয়া উত্তম।

চাঁদপুর কণ্ঠ : উপরোক্ত প্রশ্নসমূহের বাইরেও আপনার কোনো বক্তব্য থাকলে প্রদান করতে পারেন।

শহিদুল ইসলাম খোকন : সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, সমাজের দর্পণ। তাই আমাদের সংবাদকর্মীদের উচিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা, সাংবাদিকদের মধ্যে এক্য তৈরি করে চলা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়