বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৭ জন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অবশেষে ৭জনে এসে পৌঁছেছে। তবে চমক হচ্ছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল নির্বাচন না করার বিষয়টি। তিনি নির্বাচন করবেন বলে বেশ হাঁকডাক দিলেও দলের মনোনয়ন ফরমই তিনি সংগ্রহ করেন নি। গতকাল দলের মনোনয়ন ফরম সংগ্রহের শেষদিন পর্যন্ত অপেক্ষা করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। দুলাল পাটোয়ারীর শুভাকাক্সক্ষী কয়েকজন নিজস্ব আইডি থেকে পোস্ট দিয়ে জানান দিয়েছেন তাঁর নির্বাচন না করার বিষয়টি। যদিও তাঁরা লিখেছেন তিনি অন্যদের সুযোগ করে দিতে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো ভিন্ন কথা। তিনি দল থেকে মনোনয়ন পাবার নিশ্চয়তা পাননি বলে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন নি। এমনই মন্তব্য তাঁর দলের নেতা-কর্মীদের। অবশ্য এর জন্যে তিনি সর্বশেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন।

গতকাল ৮ সেপ্টেম্বর ছিল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেয়ার শেষ দিন। দিন শেষে জানা গেছে সাতজন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তাঁরা হচ্ছেন : জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ মনজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির দুবারের সাবেক সভাপতি ও জেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ আহছান হাবীব এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ ওয়াদুদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়