বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

পরিশুদ্ধ মানুষ গড়ার ক্ষেত্রে বিতর্কের বিকল্প নেই
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

‘যুক্তির শুদ্ধতায় নিজেকে গড়ি, মাদককে না বলি’ স্লোগানে চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম)-এর আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহযোগিতায় মাদকবিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদপুর সরকারি কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, পরিশুদ্ধ মানুষ গড়ার ক্ষেত্রে বিতর্কের বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতা তাদের মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে।

সিডিএম-এর প্রকাশনা সম্পাদক আবদুল বাসেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও সিডিএমের উপদেষ্টা কাজী শাহাদাত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলার সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এবং চাঁদপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরামের মডারেটর কিউ.এম. হাসান শাহারিয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএমের সভাপতি ভিভিয়ান ঘোষ।

বিতর্ক কর্মশালা পরিচালনা করে চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ)-এর সভাপতি মিঠুন চন্দ্র ত্রিপুরা, সাধারণ সম্পাদক মুশফিকা ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেদ ও সিডিএমের বিতর্ক ব্যবস্থাপনা সম্পাদক ইমরান হোসেন ফাহিম।

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় চাঁদপুর জেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়। তিন পর্বের রাউন্ড বিতর্ক শেষে আগামী ১০ সেপ্টেম্বর শনিবার সেরা দুটি বিদ্যালয় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়