প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
অমল ধর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ বাকিলা ইউনিয়ন শাখা। বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী। এছাড়া তিনি বাকিলাবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বাকিলা ইউনিয়ন শাখার সভাপতি, কমিউনিটি পুলিশিং কমিটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবলীগের তিনবারের সাবেক সহ-সভাপতি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক, বাকিলাবাজারের ইজারাদার, বাকিলা শিশু মেলা কেজি স্কুলের প্রতিষ্ঠাতা সদস্যসহ নানা সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন।
দৈনিক চাঁদপুর কণ্ঠের ধারাবাহিক আয়োজন রাজনৈতিক ভাবনা পর্বে অমল ধর তার মনের অভিব্যক্তি তুলে ধরেছেন।
চাঁদপুর কণ্ঠ : আপনার দৃষ্টিতে যে কোনো নির্বাচনে দলীয় মনোনয়ন কিসের নিরিখে হয়? এজন্যে কী কী করতে হয়?
অমল ধর : দলীয় গ্রহণযোগ্যতা, তৃণমূলের মূল্যায়ন, সামাজিক অবস্থান, রাষ্ট্র বিরোধী কার্যক্রমের ইতিহাস নেই, দলের চেইন অব কমান্ড মেনে চলা, দলের পরীক্ষিত কিনা এসব হচ্ছে কারো দলীয় মনোনয়ন প্রাপ্তিতে বিবেচ্য বিষয়। এ সবের জন্যে দলের প্রতি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হয়।
চাঁদপুর কণ্ঠ : স্থানীয় পর্যায়ে নিজ দলে অভ্যন্তরীণ কোন্দল কী কী কারণে হয় বলে আপনার ধারণা? এ কোন্দল নিরসনে জেলা পর্যায় বা কেন্দ্রীয় পর্যায়ের নেতার সাংগঠনিক ব্যবস্থাগ্রহণের হুঙ্কার সাধারণত দ্রুত উচ্চারিত হয় না। এটার হেতু কী?
অমল ধর : দলের কোন্দল সাধারণত নিজেদের মধ্যে অনেক কারণে দেখা যায়। দলের কমিটি গঠন নিয়ে প্রথম দ্বন্দ্ব শুরু হয়। পদ পদবি নিয়ে দ্বন্দ্ব, পদ প্রাপ্তিতে একাধিক প্রতিদ্বন্দ্বী থাকলেও বিজিতরা সব কিছু স্বাভাবিকভাবে মেনে না নেয়াই কোন্দলের উল্লেখযোগ্য কারণ। গঠনতন্ত্র অনুয়ায়ী নেতারা কেন সেটা করেন না তা আমার বোধগম্য নয়।
চাঁদপুর কণ্ঠ : দলের তৃণমূলের বর্ধিত সভায় কিংবা সাধারণ বর্ধিত সভায় খোলামেলা অনেক কথা হয়। অনেক তিক্ত সত্য কথা উচ্চারিত হয়। এগুলো কি আদৌ আমলে নিয়ে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হয়?
অমল ধর : দলীয় তৃণমূলের বর্ধিত সভায় যত কথাই উঠে আসুক না কেন, মঞ্চের কথা আর বাস্তব কথায় অনেক ফারাক। তাই সব ক্ষেত্রে ব্যবস্থাগ্রহণ করা হয় না বলে আমি মনে করি। অনেক ক্ষেত্রে কিছু কথা বাস্তবায়ন করা যায়, তবে সব ক্ষেত্রে না। আবার যারা মঞ্চ কাঁপিয়ে বক্তব্য দেয় তাদের অনেককে কাজের সময় পাওয়া যায় না।
চাঁদপুর কণ্ঠ : রাজনীতিতে আদর্শের চর্চা ও দলীয় গঠনতন্ত্র যথাযথভাবে মেনে চলার গুরুত্ব কতোটুকু? আপনি কি মনে করেন আপনার দলে উক্ত চর্চা ও মেনে চলার কাজটা যথাযথভাবে হচ্ছে?
অমল ধর : রাজনীতিতে আদর্শের চর্চা আর দলীয় গঠনতন্ত্রের চর্চা মেনে চলার গুরুত্ব শতভাগ। রাজনীতি করতে হলে এসব মেনে চলতেই হবে। অবশ্যই আমি মনে করি, বাংলাদেশ আওয়ামীলীগ তথা আমার দলে আদর্শ আর গঠনতন্ত্রের চর্চা ষোল আনা হচ্ছে।