বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ৯৭ জন বীর মুক্তিযোদ্ধার বীর নিবাস নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বীর নিবাসের কাজের অগ্রগতি নিয়ে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিকনির্দেশনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমুননেছা।

তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের একটি প্রকল্প বীর নিবাস। তাই ঠিকাদারকে কাজের গুণগতমান অবশ্যই ঠিক রাখতে হবে। বীর নিবাস নির্মাণে অনিয়ম সহ্য করা হবে না। কাজের মান ভালো রাখতে ঠিকাদারকেও সার্বিক সহযোগিতা করতে হবে। আমরা চাই মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখা এই মানুষগুলো যেনো জীবনের শেষ সময়ে এসে একটু ভালোভাবে থাকার সুযোগ পায়।

আরো উপস্থিত ছিলেন বিভাগীয় উপ-সহকারী প্রকোশলী আশরাফ ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন, সফর আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, ঠিকাদার হাজী শফিক এবং ঘরের বরাদ্দ পাওয়া বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

সভায় জানানো হয়, চলমান নির্মাণ কাজ আগামী ১ মাসের মধ্যে শেষ হবে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়