বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

শান্তিপূর্ণ পরিবেশ বজায় না রেখে নৈরাজ্য সৃষ্টি করলে আমরা বসে থাকবো না : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান
প্রবীর চক্রবর্তী ॥

সারা দেশব্যাপী বিএনপি ও তার দোসরদের সন্ত্রাসী এবং নৈরাজ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তায় চর কুমিরা, ভাটিয়ালপুর, চির্কা ও চাঁদপুর আওয়ামী লীগের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সদা সর্বদা মাঠে কাজ করে যাবো। ইতোমধ্যে আমাদের দৃষ্টি গোচর হয়েছে আন্দোলনের নামে জিয়ার রেখে যাওয়া বিএনপি নামক সন্ত্রাসী বাহিনী দেশে অরাজকতা সৃষ্টির নীল নকশা করে বিভিন্ন স্থানে নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। আমরা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওইসব সন্ত্রাসীকে রুখতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি পালাবার পথ খুঁজে পাবে না।

প্রধান বক্তা হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান তাঁর বক্তব্যে বলেন, আমরা শান্তি ও পরমতসহিষ্ণুতায় বিশ্বাসী। বিএনপির নেতা-কর্মীদের বলবো, আপনারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় না রেখে নৈরাজ্য সৃষ্টি করলে আমরা বসে থাকবো না। আমরা বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বাধীন বাংলাদেশে সবাইকে মিলে শান্তিতে বসবাস করতে চাই। আপনারা বিভিন্ন কর্মসূচির নামে অরাজকতা সৃষ্টি করলে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ঘরে বসে থাকবে না।

৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মোফার সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগ নেতা মোঃ রসু মিয়া ও রাধাকৃষ্ণ মাঝির যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মাহফুজুল হক, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, প্যানেল মেয়র সেলিনা আক্তার যুথী, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, সুমন খান ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়