প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
আজ ৭ সেপ্টেম্বর বুধবার শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি একদিনের সরকারি সফরে চাঁদপুর আসছেন। তিনি আজ বুধবার দুপুর ২টায় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করে বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর এসে পৌঁছবেন। বিকেল ৫টায় নিশি বিল্ডিং রোড এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর জেলা শাখা কর্তৃক তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা বিতরণ করবেন। এরপর চাঁদপুরে রাত্রি যাপন করবেন। পরদিন ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।