প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মাদ্দাজিল্লুহুল আলী) বলেছেন, আমাদের নেক আমল করতে নেক নিয়ত লাগবে। আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্যে। যতোদিন দুনিয়াতে থাকবো, ততোদিন আল্লাহর হুকুম পালন করে যেতে হবে। তিনি আরো বলেন, মোনাফেকের আলামত সমাজে এখন বেশি। মোনাফেক এমন এক জিনিস বাহিরে এক রকম ভেতরে আরেক রকম। কাফের স্পষ্ট। মুসলমান স্পষ্ট। মোনাফেক অস্পষ্ট। মোনাফেক থেকে সাবধান থাকতে হবে।
৫ সেপ্টেম্বর সোমবার বাদ আছর শাহরাস্তি উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলে সূচিপাড়া ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলে আরো বক্তব্য রাখেন যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় মহাসচিব মাওঃ মোঃ রুহুল আমিন আফছারী, ছারছীনা দরবারের মুবাল্লিগ মাওঃ মহিবুল্লাহ আল মাহমুদ, জেলা সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান প্রমুখ।
মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা উপদেষ্টা হাজী আবদুল আহাদ, শাহরাস্তি উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর আহ্বায়ক আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক ও সচিব মাওঃ মোঃ ইয়াছিন পাটওয়ারী, ফরিদগঞ্জ জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি অধ্যক্ষ আবুল হাসান মোঃ ছাইফুল্লাহ, হাজীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মুকবুল হোসাইন ও তালিমে তরিকত সম্পাদক মোঃ মাহমুদুল হক পাটওয়ারী, জেলা যুব হিযবুল্লাহর সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ পাটওয়ারী, ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মোঃ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ নোমান সালেহীসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাদ আছর থেকে মাহফিল শুরু হয়ে গভীর রাতে পীর ছাহেবের আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।