বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে বাগাদী সপ্রাবি এগিয়ে যাচ্ছে
সোহাঈদ খান জিয়া ॥

চাঁদপুর সদর উপজেলার বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালয়টি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের বহু ছাত্র সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত আছেন। বর্তমানে এ বিদ্যালয়ে ৩শ’ ছাত্র-ছাত্রী রয়েছে। প্রধান শিক্ষকসহ ১১ জন শিক্ষক-শিক্ষিকা পাঠদান করছেন। স্কুলে একজন চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম চৌধুরী ১০ বছর ধরে এ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তার অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়টি এ গ্রেডে উন্নীত হয়েছে। ২০১৯ সালে উপজেলা পর্যায়ে এটি শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়।

বিদ্যালয়ের পাশে রয়েছে বাগাদী ইউনিয়ন পরিষদ ও বাগাদী গণি উচ্চ বিদ্যালয় এবং বাগাদী ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও বাগাদী দরবার শরীফ। বিদ্যালয়ের অফিস কক্ষ ও শ্রেণিকক্ষ সুসজ্জিত রূপে সাজানো হয়েছে। শ্রেণিকক্ষের বিভিন্ন নাম রয়েছে। দেয়ালে ছবি আঁকা হয়েছে। শিশুদের জন্যে রয়েছে খেলনা সামগ্রী। জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকাণ্ডে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। নিয়মিত অভিভাবক ও মা সমাবেশ হয়।

বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির আন্তরিকতায় বিদ্যালয়টি সুন্দরভাবে মনোরম পরিবেশে এগিয়ে যাচ্ছে। বিদ্যালয়ের ভবন সমস্যা রয়েছে। খেলার মাঠ নেই। মা সমাবেশ ও অভিভাবক সমাবেশের জন্যে একটা হলরুম প্রয়োজন।

প্রধান শিক্ষক মাহবুব আলম চৌধুরী বলেন, আমরা সন্তানের মতো করে ছাত্র-ছাত্রীদেরকে পড়াই। আমরা বিদ্যালয়কে সুসজ্জিত করেছি। ম্যানেজিং কমিটির পাশাপাশি বাগাদী ইউপির চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল এসে ছাত্র-ছাত্রীদের পাঠদানের বিষয়ে তদারকি করেন। আমরা বিদ্যালয়টিকে মডেল বিদ্যালয়ে রূপান্তরিত করবো। এজন্যে সকলের সহযোগিতার প্রয়োজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়