প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
কামরুল হাসান সাউদ। ফরিদগঞ্জ উপজেলার অন্যতম পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। উপজেলা আওয়ামী রাজনীতির মধ্যে হাতে গোণা ক'জন ক্লিন ইমেজের ব্যক্তির মধ্যে তিনি অন্যতম। কর্মী বান্ধব এই নেতা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। বাবা ছিলেন তৎকালীন সরকারের আমলা এবং বীর মুক্তিযোদ্ধা। ছোট বেলা থেকে বেড়ে ওঠা রাজধানী শহর ঢাকায়। ছাত্র জীবন থেকে রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত ছিলেন। তাইতো কর্ম জীবনে তার সুন্দর প্রতিফলন দেখতে পাচ্ছেন উপজেলাবাসী। দেখতে দেখতে ২৫ বছর পার করে দিলেন রাজনীতিতে। ছাত্রজীবন থেকে এ পর্যন্ত তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ও ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি। বর্তমানে তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
দৈনিক চাঁদপুর কণ্ঠের ‘রাজনৈতিক ভাবনা’ শীর্ষক ধারাবাহিক সাক্ষাৎকার পর্বে কামরুল হাসান সাউদের ভাবনা তুলে ধরা হলো।
চাঁদপুর কণ্ঠ : আপনার দৃষ্টিতে যে কোনো নির্বাচনে দলীয় মনোনয়ন কিসের নিরিখে হয়? এ জন্যে কী কী করতে হয়?
কামরুল হাসান সাউদ : সর্ব প্রথম সাংগঠনিক যোগ্যতা, এলাকায় জনপ্রিয়তা, নেতা-কর্মীদের সাথে সুসম্পর্ক স্থাপন ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় উপস্থিতি।
চাঁদপুর কণ্ঠ : স্থানীয় পর্যায়ে নিজ দলে অভ্যন্তরীণ কোন্দল কী কী কারণে হয় বলে আপনার ধারণা?
কামরুল হাসান সাউদ : নিজস্ব বলয় সৃষ্টি করতে দলের নিবেদিতপ্রাণ কর্মীদের দূরে ঠেলে দেওয়া এবং পদবঞ্চিত হওয়া ও আর্থিক স্বার্থ সংশ্লিষ্টতার কারণে অভ্যন্তরীণ কোন্দল হয়ে থাকে।
চাঁদপুর কণ্ঠ : এ কোন্দল নিরসনে জেলা পর্যায় বা কেন্দ্রীয় পর্যায়ের নেতার সাংগঠনিক ব্যবস্থাগ্রহণের হুঙ্কার সাধারণত দ্রুত উচ্চারিত হয় না। এটার কারণ কী?
কামরুল হাসান সাউদ : তৃণমূলের যেই অবস্থা জেলা পর্যায়েও তা বিরাজমান। তৃণমূলে কোন্দলের আরেকটা কারণ হলো, জেলার নেতাদের কঠোর ভূমিকা না নেয়া।
চাঁদপুর কণ্ঠ : দলের তৃণমূলের বর্ধিত সভায় কিংবা সাধারণ বর্ধিত সভায় খোলামেলা অনেক কথা হয়। অনেক তিক্ত সত্য কথা উচ্চারিত হয়। এগুলো কি আদৌ আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়?
কামরুল হাসান সাউদ : যথাযথ সাংগঠনিক ব্যবস্থা হলে তো কোন্দল থাকে না।
চাঁদপুর কণ্ঠ : রাজনীতিতে আদর্শের চর্চা ও দলীয় গঠনতন্ত্র যথাযথভাবে মেনে চলার গুরুত্ব কতোটুকু?
কামরুল হাসান সাউদ : তৃণমূল পর্যায়ে কর্মীদের মধ্যে আদর্শ চর্চা দেখা যায়। গঠনতস্ত্র মেনে চলা হচ্ছে রাজনৈতিক সৌন্দর্য। কিন্তু ব্যক্তিস্বার্থে তা যথাযথভাবে পালন করা হয় না।
চাঁদপুর কণ্ঠ : আপনি কি মনে করেন আপনার দলে উক্ত চর্চা বা মেনে চলার কাজটা যথাযথভাবে হচ্ছে?
কামরুল হাসান সাউদ : দায়িত্বশীলরা অধিকাংশই মেনে না চললেও কর্মী পর্যায়ে অনেকটা মেনে চলে।