বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |  
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

হাজীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক চিকিৎসায় আস্থা অর্জন করেছে কমিউনিটি ক্লিনিক
পাপ্পু মাহমুদ ॥

কমিউনিটি ক্লিনিকে প্রতিদিনই বাড়ছে রোগীদের চাপ। প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের মানুষের প্রাথমিক চিকিৎসার জন্যে আস্থাভাজন হয়ে উঠছে কমিউনিটি ক্লিনিকগুলো। ইদানীং কমিউনিটি ক্লিনিকে নরমাল ডেলিভারিও হচ্ছে। গত মাসে রান্ধুনীমুড়া কমিউনিটি ক্লিনিকে ৭জন, সাদ্রা ও বাড্ডা কমিউনিটি ক্লিনিকে ২ জন নারীর নরমাল ডেলিভারি করা হয়। উপজেলায় মোট ২১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।

হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামে কমিউনিটি ক্লিনিকটি ২০১০ সালে স্থাপিত হয়। সেই থেকে এখানে লাওকোরা, নোয়াপাড়া টংগীরপাড় গ্রামের মানুষ প্রাথমিক চিকিৎসা নেয়। হাজীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হওয়ায় এ ক্লিনিকে কচুয়া ও শাহরাস্তির কয়েকটি গ্রামের লোকজন প্রাথমিক চিকিৎসা নিতে প্রতিদিন ভিড় করে। চিকিৎসা সেবা ও ঔষধ বিনামূল্যে পেয়ে উপকৃত হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ। কমিউনিটি ক্লিনিকগুলোতে ইপিআই সেবা কার্যক্রম, যক্ষ্মার পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করাতে পারে রোগীরা। এছাড়াও বিভিন্ন রোগের ৩০ প্রকার ঔষধ রোগীরা বিনামূল্যে পেয়ে থাকে।

সরেজমিনে লাওকোরা কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, মা ও শিশু, কিশোর, কিশোরীরা প্রাথমিক চিকিৎসা নিতে ভিড় করেছে। কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন। তবে ক্লিনিকের ভবনটি জরাজীর্ণ। উপর থেকে পলেস্তরা খসে পড়ে। সীমানা প্রাচীর না থাকায় চুরি হয়ে গেছে পানির ট্যাংকটি। কমিউনিটি ক্লিনিকটিতে বর্তমানে পানির কোনো ব্যবস্থা নেই। ক্লিনিকের ভবনটি সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে।

লাওকোরা কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রুশিয়া বেগম বলেন, জ্বর, সর্দিকাশির জন্যে আমি ঔষধ নিতে এসেছি। বাড়ির কাছে হওয়ায় ঔষধের জন্যে উপজেলায় যেতে হয় না।

লাওকোরা কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) কামরুজ্জামান সুমন বলেন, এ ক্লিনিকে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন রোগী আসে। ভবনটি সংস্কারের প্রয়োজন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মাওলা জানান, রোগীরা দ্রুত ও বাড়ির কাছে চিকিৎসা সেবা পাচ্ছে কমিউনিটি ক্লিনিকগুলোতে। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কঠোর তদারকি করা হয় উপজেলা থেকে। কিছু ক্লিনিক সংস্কার করা হয়েছে। বাকিগুলোও সংস্কার করা হবে।

স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শাহেনারা আক্তার বলেন, কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মা, শিশু ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে সেবা প্রদান করা হয়। এছাড়াও সাধারণ রোগীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। মাঝে মাঝে মেডিকেল ক্যাম্প করা হয়। কমিউনিটির বিত্তবানরা এগিয়ে আসলে ক্লিনিকগুলোতে আরো ভালো সেবা পাবে সাধারণ মানুষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়