বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

মুক্তিযুদ্ধে তাঁর অবদান চিরস্মরণীয়
প্রবীর চক্রবর্তী ॥

মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের কমান্ডার লেঃ কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর সোমবার সকালে মরহুমের জন্মস্থান চান্দ্রায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে সেক্টর কমান্ডার লেঃ কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরী স্মৃতি সংসদ ও পাঠাগারের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন আদর্শবান, নিরংহকার, সৎ এবং বিশুদ্ধ চরিত্রের মানুষ ছিলেন মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমান্ডার লেঃ কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরী। আমরা ভাগ্যবান তাঁর মতো একজন মানুষের জন্মস্থান আমাদের ফরিদগঞ্জ উপজেলায়। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এই জাতি চিরদিন মনে রাখবে। তাঁর সান্নিধ্য যারা পেয়েছেন, তারাই জানেন তিনি কী ধরনের লোক ছিলেন। আমরা এই কিংবদন্তী মানুষটিকে যথাযথ মূল্যায়ন করতে পারি নি। শেষ সময়ে এসে স্বাধীনতা পুরস্কার পেলেও অনেক কিছুরই দাবিদার ছিলেন তিনি। বিজেএমসির চেয়ারম্যান এবং জেলা পরিষদ প্রশাসক ছাড়া এই অকুতোভয় ব্যক্তিটি রাষ্ট্রীয় আর কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পান নি। বস্তুত তিনি নিজে কখনোই কোনো কিছু চাননি।

বিশেষ অতিথি সরকারের যুগ্ম সচিব হাবিবুর রহমান বলেন, আমার মতো আরো সরকারি কর্মকর্তা বা সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক ব্যক্তি এই উপজেলা থেকে ভবিষ্যতে আমরা আরো পাবো। কিন্তু মুক্তিযোদ্ধা ও সেক্টর কমন্ডার আর কখনোই পাবো না। তাই এইসব মহান স্বাধীনতার সূর্য সন্তানদের অবদান চিরস্মরণীয় করে রাখতে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তবেই তারা প্রকৃত দেশপ্রেমিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

তিনি এ সময় স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সামনে নিয়ে এসে মঞ্চে ও সামনের দর্শকসারিতে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদেরকে স্যালুট দিয়ে সম্মাননা জানান।

সংগঠনের আহ্বায়ক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্যা তপদারের সভাপতিত্বে ও সদস্য সচিব আহসান হাবিব নেভীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মহসীন পাঠান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ মোহাম্মদ আলী, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী কামরুল হাসান সউদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ মোঃ শাহ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়া স্বর্ণকার ও সহ সভাপতি আলাউদ্দিন বকাউল এবং চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকবুল আহমেদ। আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়