বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

নির্মাণাধীন উটতলী সেতুর প্রহরী হারুনের রহস্যজনক মৃত্যু
কামরুজ্জামান টুটুল ॥

ফরিদগঞ্জ-হাজীগঞ্জের সীমান্তে ডাকাতিয়া নদীর ওপর নির্মাণাধীন উটতলী সেতু নির্মাণ কাজের নৈশ প্রহরী (পাহারাদার) হারুন অর রশিদের (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় থানা পুলিশ। হারুন অর রশিদ হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের টোরাগড় গ্রামের বন্দে আলী মিস্ত্রি বাড়ির মৃত আলী আহম্মদ আমুর ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলাবাসীর দীর্ঘদিনের ও বহুল প্রতীক্ষিত ডাকাতিয়া নদীর ওপর উটতলী খেয়াঘাটে সেতুর নির্মাণ কাজ শুরু হয় সম্প্রতি। উক্ত সেতুর নির্মাণ কাজে প্রহরীর দায়িত্বে নিয়োজিত ছিলেন হারুন অর রশিদ। মাত্র গত সপ্তাহে নৈশ প্রহরী হিসেবে কাজে যোগ দেন তিনি। কাজে যোগদানের কয়েকদিনের মাথায় শনিবার সন্ধ্যায় কর্মস্থল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের স্বজনরা জানান, হারুন অর রশিদ উটতলী খেয়াঘাটের সেতুর নির্মাণ কাজের মালামাল রাতে পাহারা দেয়ার জন্যে গত সপ্তাহে নৈশ প্রহরীর কাজ নেন। প্রতিদিনের মতো তিনি শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে কাজে যান। পরে সন্ধ্যায় তার মৃত্যুর খবর জানতে পারি। তারা আরো জানান, হারুন অর রশিদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে সেতু সংশ্লিষ্ট লোকজন সংবাদকর্মীদের জানান, হারুন অর রশিদ হঠাৎ করে দাঁড়ানো অবস্থায় অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মাটিতে লুটিয়ে পড়ার সময় শার্টারের সাথে লেগে তিনি মাথায় আঘাত পেয়েছেন।

সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আউয়াল হোসেন বলেন, তিনি (হারুন অর রশিদ) হঠাৎ করে স্ট্রোক করে মারা যান। স্ট্রোক করে মাটিতে লুটিয়ে পড়ার সময় তিনি মাথায় শার্টারের আঘাত পান। এখানে অন্য কোন ঘটনা ঘটেনি বলে তিনি সংবাদকর্মীদের জানান।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়ে আনা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়