প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিলেন হাজীগঞ্জের কৃতী সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন প্রধানীয়া। অস্ট্রেলিয়া ও হাজীগঞ্জের প্রতিষ্ঠিত এই ব্যবসায়ী জনসেবার ব্রত নিয়ে চাঁদপুর জেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে তিনি তাঁর এই প্রার্থিতা ঘোষণা দেন। চাঁদপুর শহরের রেডচিলি চাইনিজ রেস্তোরাঁয় গতকাল শনিবার দুপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জের ঐতিহ্যবাহী নারগিস ফুড প্যাভিলিয়নের স্বত্বাধিকারী মোঃ জাকির হোসেন প্রধানীয়া মতবিনিময় সভায় নিজের প্রার্থিতা ঘোষণা দিয়ে নিজের ব্যবসায়িক ও পারিবারিক পরিচিতি তুলে ধরেন। তিনি জানান, অস্ট্রেলিয়ায়ও তাঁর নারগিস ফুড নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হবেন এবং জনসেবায় নিজেকে সম্পৃক্ত করবেন এই মানসে বিদেশের ব্যবসার দায়িত্ব ছেলেকে দিয়ে দেশে চলে এসেছেন। তিনি চান মানুষের সেবা করতে, মানুষের পাশে সবসময় থাকতে। তিনি তাঁর লিখিত বক্তব্যে বিগতদিনে করোনা মহামারী এবং বৃহত্তর সিলেটে ভয়াবহ বন্যার সময় তাঁর ব্যক্তিগত উদ্যোগে এবং অস্ট্রেলিয়ার ব্যবসায়ীদের থেকে সংগ্রহ করে অর্থ সহায়তা প্রদানের বিষয়টি তুলে ধরেন। এছাড়া কৃষকদের কৃষি উপকরণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা, গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্নভাবে মানুষের পাশে থাকার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমি চাঁদপুর জেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হলে এ জেলার গ্রামীণ জনপদের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি, সামাজিক মূল্যবোধ সৃষ্টিসহ চাঁদপুর জেলাবাসীর সার্বিক জীবনমানের উন্নয়ন সাধন করে চাঁদপুরকে একটি আদর্শ জেলায় পরিণত করবো।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনো দল করি না। এমনকি কোনো দলের নূন্যতম সদস্যপদও আমার নেই। আমি বিশ্বাস করি জনগণের জন্যে কাজ করার ইচ্ছা থাকাটাই যথেষ্ট। এখানে দল করা মুখ্য বিষয় না। সে জন্যে আমি স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করবো। আর যে সরকার ক্ষমতায় থাকবে সে সরকারের সাথেই কাজ করবো। ইতোমধ্যে আমি চাঁদপুরের পাঁচটি আসনের মাননীয় সংসদ সদস্যগণের মধ্যে কয়েকজনের সাথে দেখা করে কথা বলেছি। বিভিন্ন উপজেলায় গিয়ে ইউপি চেয়ারম্যানদের সাথে দেখা করেছি, আমার প্রার্থিতার বিষয়ে জানান দিয়েছি। আজকে জেলাবাসীকে জানান দেয়ার জন্যে এই সভার আয়োজন করেছি। আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের পাশে চাই।
উল্লেখযোগ্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, সহ-সভাপতি সোহেল রুশদী, এএইচএম আহসান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।