বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

সরকার রাজস্ব পায়, আলো পায় না চাঁদপুর সেতু
সোহাঈদ খান জিয়া ॥

সরকার প্রতিদিন রাজস্ব পায়। তবু আলো পায় না চাঁদপুর সেতু। সন্ধ্যা ঘনিয়ে আসা মাত্র এ সেতুটি অন্ধকারে ঢাকা পড়ে। কেবল যানবাহন চলাচল করার সময়ই যানবাহনের লাইটে সেতুটি আলোর মুখ দেখে। এ সেতুতে চুরি ও ছিনতাই পূর্বেও ঘটেছিলো। বর্তমানে প্রতিদিন রাত ৮টার পর সেতুর উপরে প্রায় সময় নারী-পুরুষকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাওয়া যায়, যা দৃষ্টিকটু। রাত ১টার সময়ও কখনো কখনো এমন দৃশ্য দেখা যায়। স্থানীয়রা জানান, সেতুর নিচে উত্তরপাড়ে অসামাজিক কাজ হয়। সেতু ও সেতু এলাকায় আলোর ব্যবস্থা থাকলে এমনটা হতো না।

সেতুতে ঘুরতে আসা আমেনা, সুমনা, নোমান, জাবেদ বলেন, কিছু যুবক-যুবতী সেতুতে ঘুরতে আসে নামে মাত্র। তারা যা করে তা অশ্লীলতা। সেতুতে আলোর ব্যবস্থা থাকলে এমনটা হতো না। এখানে কিছু বখাটে ছেলে আসে। এরা মেয়েদেরকে উত্ত্যক্ত করে। বিভিন্ন কথা বলে মোবাইল ফোন নম্বর চায়।

সচেতন মহলের দাবি, চাঁদপুর সেতুতে শীঘ্রই আলোর ব্যবস্থা করা হোক। তাহলে অপরাধ কমবে। সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকেও রক্ষা পাওয়া সম্ভব হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়