বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

 ‘একদিন চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব বাইশ হাজার সভা উদ্‌যাপন করবে’
অনলাইন ডেস্ক

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ২০২২-২৩ রোটারী বর্ষের ২২২২ তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ সেপ্টেম্বর বিকেলে চাঁদপুর রোটারী ভবনে ডাঃ মোঃ একিউ রুহুল আমিন কক্ষে উক্ত সভার আয়োজন করা হয়।

ক্লাব সভাপতি রোঃ শাহরিয়ার খান হিমেলের সভাপতিত্বে ও সাবেক সভাপতি রোঃ রেজাউল ইসলাম রকির সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন, ডেপুটি গভর্নর রোটাঃ সাইয়েদুল ইসলাম বাবু, আইপিপি রোটাঃ শাহেদুল হক মোর্শেদ, চাঁদপুর রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ নজরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন, রোটাঃ নাজিমুল ইসলাম এমিল, মেম্বার রোটাঃ সাইফুল ইসলাম।

সভায় উপস্থিত রোটারিয়ানরা বলেন, বাংলাদেশের প্রাচীন ও ২য় চার্টার প্রাপ্ত রোটার‌্যাক্ট ক্লাব এটি। ইতিহাস-ঐতিহ্যের বাহক চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবে বর্তমানে উপস্থিত অনেক রোটারিয়ান একসময় রোটার‌্যাক্টর ছিলাম। ক্লাবটির আজ ২২২২তম সভা অনুষ্ঠিত হচ্ছে। ক্লাবটি যাতে ২২ হাজার সভা পর্যন্ত যেতে পারে সে দোয়া করি। ওই সময় আমরা থাকবো না, পরবর্তী প্রজন্ম থাকবে। তাদের জন্যে আমাদের ভালো কাজ করে যেতে হবে। আজকে যারা উপস্থিত আছি, এইদিনটি সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

উক্ত সভাটি উদ্‌যাপনে ক্লাব সার্ভিসের আওতায় উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করেন জয়েন্ট সেক্রেটারী রোঃ ব্যাভিন্টন কিরণ, দ্বিতীয় স্থান অর্জন করেন সার্জেন্ট রোঃ শাহারা আলম প্রিয়া ও তৃতীয় স্থান অর্জন করেন সদস্য রোঃ জান্নাতুল ফেরদাউস।

রোটার‌্যাক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শাহজালাল হোসাইন লিটন, রোঃ এনামুল ইসলাম সাব্বির, রোঃ দেলোয়ার হোসেন সুমন, আইপিপি রোঃ নিলয় দে, ভাইস প্রেসিডেন্ট রোঃ কাজী আজিজুল হাকিম নাহিন, রোঃ আফজাল কাজী, জয়েন্ট সেক্রেটারী রোঃ হালিমা তুস্ সাদিয়া, ট্রেজারার রোঃ তারকনাথ পোদ্দার, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোঃ ওবায়দুর রহমান, কমিউনিকেশন সার্ভিস ডিরেক্টর রোঃ নিশাত বাসু, সদস্য রোঃ এনামুল হাসান ও রোঃ আঁখি। সভা শেষে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়