বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

গতকাল ২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। চাঁদপুর শহরের বকুলতলা রোডস্থ রেলওয়ে শিশু বিদ্যালয়ে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক, প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ রোটাঃ ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, পিএইচএফ।

এই মেডিকেল ক্যাম্পের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা পর্বে ক্লাবের সভাপতি রোটাঃ মাহমুদা খানমের সভাপতিত্বে ও সাবেক সভাপতি তাসলিমা সুলতানা মুন্নির সঞ্চালনায় উক্ত চিকিৎসক ছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক, রোটারী জেলা-৩২৮২-এর সাবেক লেফটেনেন্ট গভর্নর রোটাঃ কাজী শাহাদাত, পিএইচএফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী নেত্রী আফরোজ জাহান আখন্দ, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ফাতেমা হোসেন লাভলী, সহ-সভাপতি মিতু আক্তার, এডিটর নাসরিন হোসেন নওশিন, আইএসও আফরোজা পারভিন, ক্লাব মেম্বার নূরজাহান বেগম সেতু, রুবিনা মরিয়ম, রাবেয়া আক্তার মুক্তা, জয়নব বিনতে মঈনুদ্দিন প্রমুখ। এ মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০জন নারীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী তাঁর বক্তব্যে ইনার হুইল ক্লাবের রেফারেন্সে সবসময় গরিব রোগীদের চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রাখবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়