বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

উদ্বোধনী ম্যাচে শাহরাস্তি ক্রিকেট একাডেমীর কাছে ৭ উইকেটে হেরেছে সন্দ্বীপ
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হলো বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২। উদ্বোধনী ম্যাচে শাহরাস্তি ক্রিকেট একাডেমী চাঁদপুরের কাছে ৭ উইকেটে হেরেছে চট্টগ্রাম সন্দ্বীপ ক্রিকেট একাডেমি।

২ সেপ্টেম্বর শুক্রবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান।

শুক্রবার উদ্বোধনী দিনের খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রামের সন্দ্বীপ ক্রিকেট একাডেমী। তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রান করেন। দলের পক্ষে সরোয়ার ৩৯, ইমন ২৮ ও সাদিক ২১ রান করেন। বল হাতে শাহরাস্তির সাদিক ৩, ফিরোজ ৩ আরিফ ২টি করে উইকেট নেন।

শাহরাস্তি ক্রিকেট একাডেমী চাঁদপুর ১২৩ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ১৫ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে ১২৫ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে কাদিল ৩৮, উদয় ৩৩ ও শামছুর রহমান শুভ ৩০ রান করেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শাহরাস্তি ক্রিকেট একাডেমীর সাদিক।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আলহাজ্ব ওমর পাটওয়ারী, নির্বাহী সদস্য ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সাবেক ক্রিকেটার এসএম মুজিবুল হক রাসেল, সাইফুল ইসলাম সুমন, শাহরাস্তি ক্রিকেট একাডেমীর প্রধান পৃষ্ঠপোষক ও সহ-সভাপতি মীর পারভেজ, সহ-সভাপতি তাইজুল ইসলাম সুমন, হাবিবুর রহমান পাটওয়ারী, কামরুল হাসান লিটন, জেলা ক্রীড়া সংস্থা ও ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির কর্মকর্তাসহ দু দলের খেলোয়াড়গণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়