বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

খেলাধুলায় সম্পৃক্ত থাকলে অনেক সামাজিকব্যাধি থেকে মুক্ত থাকা যায়
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

খেলোয়াড় ও খেলাধুলার ক্ষেত্রে আমাদের সকলের সহযোগিতা করা উচিত। সুস্থ দেহ ও মনের জন্যে খেলাধুলা অপরিহার্য। আর খেলাধুলায় সম্পৃক্ত থাকলে অনেক সামাজিকব্যাধি থেকে মুক্ত থাকা যায়। খেলাধুলার জন্যে চাঁদপুর উজ্জ্বল সম্ভাবনায় রয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এ জেলার ক্রিকেটাররা খেলছেন। এটা আমাদের জন্যে অত্যন্ত গৌরবের। কথাগুলো বলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

তিনি গতকাল ২ সেপ্টেম্বর শুক্রবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো বলেন।

ডাঃ দীপু মনি আরো বলেন, চাঁদপুরের ক্রিকেটাররা যাতে পুরো বছর ক্রিকেট অনুশীলন করতে পারে সেজন্যে বিসিবিকে মাঠ করার জন্যে জায়গার ব্যবস্থা করে দেয়া হবে। খেলাধুলার ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার প্রয়োজন বেশি। চাঁদপুরে যেনো আরো বিভিন্ন খেলার এ ধরনের টুর্নামেন্ট সবসময় চলমান থাকে সেজন্যে আমার সহযোগিতা থাকবে। আমরা খেলাকে যতবেশী সুযোগ করে দিতে পারবো, পৃষ্ঠপোষক তৈরি করতে পারবো, ততোবেশী খেলোয়াড় তৈরি হবে। নতুন প্রজন্মকে যতবেশি খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে পারবো, তাতে আমরা তাদেরকে সামাজিকব্যাধি থেকে ততবেশি দূরে রাখতে পারবো। শিক্ষামন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের রূপকল্প বাস্তবায়নে কাজ করছেন। সেগুলো বাস্তবায়ন হলেই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে। আর বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ লাগবে। আর সোনার মানুষ হতে হলে খেলাধুলাও অপরিহার্য একটি অংশ।

চাঁদপুর স্টেডিয়ামে জমকালো আয়োজনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান।

উদ্বোধনকালে আকরাম খান তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর স্টেডিয়ামে এর আগেও আমি খেলোয়াড় হিসেবে এসেছিলাম। এই জেলাটি ইলিশের জেলা হিসেবে যেমন পরিচিতি পেয়েছে, তেমনি একদিন এ জেলার ক্রিকেটারদের জন্যে চাঁদপুর আরো পরিচিত পাবে। তিনি বলেন, চাঁদপুরে যদি আমাকে ভালো জায়গার ব্যবস্থা করে দেয়া হয়, তাহলে আমি ক্রিকেট বোর্ডের মাধ্যমে এখানে ক্রিকেটের জন্যে আলাদা মাঠ তৈরি করে দেবো।

আকরাম খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা শ্রীলংকার সাথে ফিল্ডিং মিস করার কারণেই হেরেছি। বাজে ফিল্ডিংয়ের কারণে আমাদের হারতে হয়েছে। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে আরো ভালো খেলতে হবে। খেলার মধ্যে আমরা যে ভুল করি অন্য দলগুলো সেই ভুল করে না। তবে আমরা যখনই ভুলগুলো শুধরাতে পারবো তখনই অন্য দলগুলোর সাথে ভালো করতে পারবো।

আকরাম খান আরো বলেন, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে চাঁদপুরের ক্রিকেট অনেক দূর এগিয়েছে। এই জেলা থেকে আরো ভালো ক্রিকেটার তৈরি করতে হলে নিয়মিত প্র্যাকটিসের ব্যবস্থা করতে হবে। আর যদি নতুনভাবে মাঠের ব্যবস্থা করা হয় তাহলে ক্রিকেটাররা সারাবছরই অনুশীলন করতে পারবে।

২৪টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার রয়েছে স্টার লাইভ, চাঁদপুর কণ্ঠ, ফোকাস মোহনা ও চাঁদপুর বার্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, বিপিএম (বার), চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান, বিসিবি কাউন্সিলর ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, বিশিষ্ট ব্যবসায়ী ও এই টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক শাহাবুদ্দিন অনু, ক্রীড়া সংগঠক নূরুল ইসলাম নুরু, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোঃ মোতালেবসহ অন্যরা।

চাঁদপুর ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ২৪টি দল। উদ্বোধনী দিনে অংশ নেয় শাহরাস্তি ক্রিকেট একাডেমী, চাঁদপুর বনাম সন্দ্বীপ ক্রিকেট একাডেমী, চট্টগ্রাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আলহাজ্ব ওমর পাটওয়ারী, সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ, শরীফ মোঃ আশরাফুল হকসহ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়