বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

সমস্ত কিছুর একদিন বিচারের সম্মুখীন হতে হবে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আজ থেকে ৪৪ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বীজ বপন করেছিলেন। সাধারণ জনগণের চাহিদা অনুযায়ী এ দলের নাম রাখা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জিয়াউর রহমান বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরেছিলেন। সেই থেকে বিএনপির শক্তি হচ্ছে দলের নেতা-কর্মী, সমর্থক ও এদেশের জনগণ।

তিনি বলেন, আজকে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নারায়ণগঞ্জে রক্ত ঝরেছে। পুলিশ পাখির মতো গুলি করে আমাদের একজন যুবদল কর্মীকে হত্যা এবং অনেককে গুলিবিদ্ধ করেছে।

প্রশাসনকে বলতে চাই, শ্রীলঙ্কায় কিন্তু বেতন হচ্ছে না। এদেশের জনগণের টাকায় আপনাদের বেতন হয়, বন্দুকের গুলি কেনা হয়। কিন্তু আপনারা সেই বন্দুক ও গুলি জনগণের ওপর চালাচ্ছেন। যারা জনগণের অধিকার আদায়ের জন্যে নিয়মতান্ত্রিক আন্দোলন করছে, তাদেরকে কর্মসূচি পালনে বাধা দিচ্ছেন, গুলি করছেন। সমস্ত কিছুর একদিন বিচারের সম্মুখীন হতে হবে।

শেখ ফরিদ আহমেদ মানিব বলেন, আগামী দিনের সকল কর্মসূচি আপনারা শান্তিপূর্ণভাবে পালন করবেন। বাধা দিলে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।

তিনি বলেন, শুনেছি মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন সে সেটা উপলব্ধি করে। আমার বিশ্বাস, শেখ হাসিনার সেটা উপলব্ধি করা উচিত। আর যদি উপলব্ধি না হয় বাংলার জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মী মিলে আপনাকে সেই উপলব্ধি ধরিয়ে দিবে।

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমউল্যাহ সেলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু ও সেলিমুস সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান। এর আগে দোয়া অনুষ্ঠিত হয়।

দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, দেশনেত্রীর রোগমুক্তি ও সুস্থতা কামনা, দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় বিএনপির এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওঃ জসিম উদ্দিন। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন বিএনপির এই কর্মসূচিকে ঘিরে জেলা বিএনপি কার্যালয়ের আশেপাশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও চাঁদপুর সদর মডেল থানা ওসির উপস্থিতিতে বিপুল সংখ্যক পুলিশ ও ডিবি পুলিশ মোতায়েন ছিলো। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়