বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুরে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার ॥

সারাদেশের ন্যায় চাঁদপুরেও ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। গতকাল ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের ওয়্যারলেছ এলাকায় প্রধান অতিথি হিসেবে এ চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, খোলা বাজারে চাল বিক্রি মাননীয় প্রধানমন্ত্রীর এমন জনহিতকর উদ্যোগ সফল করার জন্যে আমি সকলের সহযোগিতা কামনা করি। যারা আপনারা চাল ক্রয় কতে আসবেন, অবশ্যই সাথে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসেবন। যারা খাদ্য বিভাগের দায়িত্ব রয়েছেন তারা অবশ্যই তদারকি করবেন। এই কার্যক্রমে যেন কোন রকম অনিয়ম না হয়।

তিনি আরো বলেন, সারাদেশেই আজ এই কার্যক্রম শুরু হয়েছে। জেলায় চলমান ওএমএস কার্যক্রম আরো সম্প্রসারিত করে চাঁদপুর পৌর এলাকায় ১৫টি, বাহিরের ৬টি পৌরসভার ২৪টি এবং হাইমচর উপজেলায় দুটিসহ মোট ৪১টি কেন্দ্রে প্রান্তিক জনসাধারণের জন্যে ৩০ টাকা দরে চাল বিক্রি করা হবে। এক্ষেত্রে টিসিবির কার্ডধারীদের ওএমএস’র ন্যায় ন্যায্যমূল্যে প্রতি মাসে দুইবার ৫ কেজি করে ১০ কেজি চাল দেয়া হবে। জেলায় টিসিবির মোট কার্ডধারী উপকারভোগীর সংখ্যা হচ্ছে ১ লাখ ৪৫ হাজার ১৪৭ জন।

উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, খাদ্য মন্ত্রণালয়ের ডকুমেন্টেশন অফিসার শহিদুল্লাহ।

সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শাহজামাল। এ সময় সরকারি অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়