বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

দুর্বার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে হবে
রেদওয়ান আহমেদ জাকির ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন বলেছেন, সকল পর্যায়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল কখনো আপস করেনি। জনগণের গণতন্ত্র রক্ষায় যে দল আপসহীন আন্দোলন করে গেছে, সে দল কখনো অন্যায়ের সাথে আপস করতে পারে না। সারাদেশে গুম, খুন, হত্যার প্রতিবাদে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, জনগণের ভোটাধিকার হরণ করার জন্যেই ইভিএমের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনার। ভোট চোর আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এটা দাবি নয়, এটা অধিকার। তাই আগামী দিনে দেশনায়ক তারেক জিয়ার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো, আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবো।

১ সেপ্টেম্বর বিকেল ৩টায় স্থানীয় এনএএম টাওয়ার মিলনায়তনে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় জুম অ্যাপসের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেন খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের হোসেন সিদ্দিকী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিশান প্রমুখ। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়