বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ০০:০০

 ‘আমরা চাই উনি প্রার্থী হোক, জবাবটা ঠিক মতো পেয়ে যাবেন’
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

আগামী ১৭ অক্টোবর সারাদেশের সাথে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে। তাই এখন প্রার্থী নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা এবং নানা বিশ্লেষণ। বিশেষ করে চাঁদপুর জেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী নিয়েই চলছে এখন সকল মহলে আলোচনা। এবার ক’জন হেভিওয়েট প্রার্থীর নাম আসায় তাঁদের নিয়ে চলছে বিশ্লেষণ। আর এই হেভিওয়েট প্রার্থীর মধ্যে তিনজনের নাম আলোচনায় আসছে। এঁরা হচ্ছেন সদ্য বিদায়ী চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী। এই তিনজনকে নিয়েই চলছে যত আলোচনা।

জেলা পরিষদ নির্বাচনে ভোটার হচ্ছেন শুধুমাত্র জনপ্রতিনিধিগণ। তাই রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ভোটারদের মাঝে বেশ সরব আলোচনা চলছে প্রার্থী নিয়ে। বিশেষ করে আওয়ামী লীগ মনোনীত, সমর্থিত এবং আওয়ামী ঘরানার জনপ্রতিনিধিরাই প্রার্থী নিয়ে নানা বিচার-বিশ্লেষণ করছেন। তাদের অনেকেই একজন বিশেষ মনোনয়ন প্রত্যাশীর দিকে ইঙ্গিত করে বলেন, দলের টিকিট বা সমর্থন এনে দেয়ার জন্যে ভাইয়ে বহু টাকা হাতিয়ে নিয়েছেন। লক্ষ-কোটি টাকা ভাইয়ে মনোনয়ন বাণিজ্য করেছেন। কিন্তু বঞ্চিত হয়েছেন অধিকাংশই। অর্থাৎ তারা নৌকার টিকিট বা দলের সমর্থন পান নি। এমন পর্যায়ের জনপ্রতিনিধি ভোটাররা বলছেন, ভাইয়ের এবার প্রার্থী হওয়ার শখ যেহেতু জাগছে, আমরা চাই ভাইয়ে নির্বাচন করুক। তাহলেই ভাইয়ে জবাবটা ঠিকমতো পেয়ে যাবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়