বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ০০:০০

নিজেদের স্বার্থ বিবেচনায় পেশাকে ব্যবহারের কারণে অপসাংবাদিকতার চর্চা হচ্ছে
প্রবীর চক্রবর্তী ॥

মোঃ কামরুজ্জামান। ফরিদগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি। তার মেয়াদকালেই ফরিদগঞ্জ উপজেলার সকল সংবাদকর্মী বিভাজন ভুলে একই পতাকা তথা ফরিদগঞ্জ প্রেসক্লাবে একীভূত হয়। নব্বই দশকে সাপ্তাহিক চাঁদপুর দিয়ে সাংবাদিকতা শুরু করেন তিনি। ব্যবসায় মনোযোগ দেয়ার জন্যে বেশ ক’বার প্রবাসে কাটান তিনি। পরে দেশে ফিরে পুনরায় তিনি এই জগতে কাজ শুরু করেন। এই ধারা ক’বারই হয়েছে। তিনি দৈনিক আমার দেশ, দৈনিক ভোরের ডাক-এর চাঁদপুর জেলা প্রতিনিধি এবং দৈনিক আজকের কাগজ, আলোকিত বাংলাদেশ ও আরটিভি-এর ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োজিত রয়েছেন। চাঁদপুর থেকে প্রকাশিত পত্রিকাগুলোর মধ্যে চাঁদপুর কণ্ঠ, চাঁদপুর দর্পণ, ইল্শেপাড় পত্রিকায় কাজ করেন তিনি। সর্বশেষ তিনি চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার এবং দৈনিক সংবাদ পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। দৈনিক চাঁদপুর কণ্ঠের ধারাবাহিক প্রতিবেদন ‘সাংবাদিক নেতৃবৃন্দের ভাবনা’ শীর্ষক ধারাবাহিক সাক্ষাৎকার পর্বে আজ মোঃ কামরুজ্জামান তার অভিব্যক্তি তুলে ধরেছেন।

চাঁদপুর কণ্ঠ : আপনার উপজেলায় সাংবাদিকতা অতীতের সকল সময়ের চেয়ে কি গতিশীলতা পেয়েছে? গতিশীলতা পেলেও কি মান রক্ষা হচ্ছে?

কামরুজ্জামান : গতিশীলতা বৃদ্ধি পেয়েছে, কিন্তু মান কমেছে।

চাঁদপুর কণ্ঠ : পত্রিকাগুলোর প্রিন্টিং সংস্করণের পাঠক এবং টিভি সংবাদের শ্রোতাণ্ডদর্শক দিনদিন কমছে। কারণ কী? এমনটি রোধের উপায় কী?

কামরুজ্জামান : সোশ্যাল মিডিয়ার কারণে প্রিন্ট মিডিয়া ও টিভি সংবাদের শ্রোতা ও দর্শকের পরিমাণ কমছে। বিশেষ করে তথাকথিত অনলাইন নামের অপসাংবাদিকতার কারণে।

চাঁদপুর কণ্ঠ : আজকাল গণমাধ্যম কর্মীদেরকে বিভিন্ন মহল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করতে চাইছে। অনেকে ইচ্ছা-অনিচ্ছায় ব্যবহৃতও হচ্ছে। সাংবাদিকদের মধ্যে অনৈক্য/বিভাজন থেকে এমনটি হচ্ছে। আপনার অভিমত কী?

কামরুজ্জামান : এটি জাতীয় পর্যায়েও বিদ্যমান, বিভিন্ন হাউজ মানুষের বা জাতীয় স্বার্থ বিবেচনা না করে নিজেদের স্বার্থ বিবেচনায় পেশাকে ব্যবহারের কারণে বিভাজন বা অপসাংবাদিকতার চর্চা হচ্ছে।

চাঁদপুর কণ্ঠ : সংবাদ পরিবেশনে তাৎক্ষণিকতাকে গুরুত্ব দিতে গিয়ে অনলাইন সাংবাদিকতার জোয়ার। এতে কেউ কেউ অপসাংবাদিকতার সুযোগ বা আশ্রয় নিচ্ছে। সকল সংবাদের ক্ষেত্রে কি তাৎক্ষণিকতা জরুরি? আপনার মতামত জানতে চাই।

কামরুজ্জামান : সকল ক্ষেত্রে তাৎক্ষণিকতা জরুরি নয়। বিশেষ করে ফিচার নিউজের ক্ষেত্রে তাড়াহুড়ো করলে মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে।

চাঁদপুর কণ্ঠ : উপরোক্ত প্রশ্নসমূহের বাইরেও আপনার কোনো বক্তব্য থাকলে প্রদান করতে পারেন।

কামরুজ্জামান : তথ্য মন্ত্রণালয় কর্তৃক ইতোমধ্যে কিছু কিছু আইন সংস্কার হলেও বাস্তবায়ন হচ্ছে না। বহু সাংবাদিক আছে মাধ্যমিক পাস না করেও বর্তমানে সম্পাদকীয় পর্যায়ে রয়েছে, এক্ষেত্রে মূলধারার ভালো মানের সাংবাদিকদের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়