বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ০০:০০

হাজীগঞ্জে ৭ বালু মহালকে ৭ লাখ টাকা জরিমানা
কামরুজ্জামান টুটুল ॥

সড়কের পাশে ও আবাসিক এলাকায় বালু মহালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে ৭ লাখ টাকা। মঙ্গলবার দুপুরে এই আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম। এদিন দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে আলীগঞ্জস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সদর দপ্তর ও হাজীগঞ্জ বাজারস্থ ডিগ্রি কলেজ সড়কের শেষ মাথায় ডাকাতিয়া নদীর পাড়ে আবাসিক এলাকায় বালু মহাল দিয়ে বালু ব্যবসা করার দায়ে এই আদালত পরিচালনা করা হয়।

পরিবেশ সংরক্ষণ আইন এবং হাজীগঞ্জ বাজার এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বালু মহাল ব্যবসায়ীদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সব মিলিয়ে বালু মহালকে পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৪-এর ৪ (ক) ২ ধারায় পৃথক পৃথকভাবে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ ছাড়াও একই আদালত ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ে ৩টি বালু মহালকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ (১) ধারা অনুযায়ী পৃথক পৃথকভাবে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেন আদালত।

আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হান্নান, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আব্দুল আজিজসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম জানান, হাসপাতাল, আবাসিক এলাকা ও জনসাধারণের চলাচলের পাশে উন্মুক্তভাবে বালু মহাল তৈরি করে ব্যবসা করার দায়ে ৭টি বালু মহালকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উক্ত আদালত চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়