বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ০০:০০

ফসলি জমির বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক। চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে তিনি উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এ সময় অবৈধ ড্রেজার মেশিন ও পাইপসহ অন্য সরঞ্জাম জব্দ করা হয়।

জানা যায়, ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অভিযোগে এদিন (সোমবার) দুপুরে পুলিশের সহযোগিতায় ওই ইউনিয়নের গন্ধর্ব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ড্রেজার-সংশ্লিষ্ট নাজির আহম্মেদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন ম্যাজিস্ট্রেট। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ড্রেজারের পাইপসহ অন্য সরঞ্জাম জব্দ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়