মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ০০:০০

ফরিদগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আঃ মান্নান পরান
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হলেন পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আঃ মান্নান পরান। গতকাল ১৭ আগস্ট বুধবার তিনি তার দায়িত্ব পালন শুরু করেন। পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী চিকিৎসা জনিত কারণে ছুটি নিয়েছেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী উন্নত চিকিৎসার জন্যে ভারতে যাওয়ার জন্য স্থানীয় সরকার বিভাগে ছুটির আবেদন করেন। কর্তৃপক্ষ তাকে প্রাথমিকভাবে ২০ দিনের ছুটি প্রদান করেন। সেই হিসেবে তিনি ১৬ আগস্ট পর্যন্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্যানেল মেয়র আঃ মন্নান পরানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত মেয়র আঃ মন্নান পরান বলেন, চিকিৎসাজনিত কারণে পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ছুটিতে রয়েছেন। আমি সকলের সহযোগিতা নিয়ে পৌরসভার নিত্যদিনের কার্যাবলিকে এগিয়ে নিয়ে যাবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়