মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ০০:০০

নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালন
মিজানুর রহমান ॥

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুর জেলার সর্বত্র ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট সোমবার সকাল ৯টা থেকে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি জানাতে থাকেন। দুপুর পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ শ্রদ্ধা নিবেদন।

বঙ্গবন্ধুর ম্যুরালে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়া পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল এবং চাঁদপুর পৌরসভার পক্ষে মেয়র জিল্লুর রহমান জুয়েল।

এছাড়া বীর মুক্তিযোদ্ধাসহ সরকারি-বেসরকারি জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর ও সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা এবং ভালোবাসায় স্মরণ করেন।

এরপর কলেজ গেইট থেকে চাঁদপুর শহরে শোক র‌্যালি বের করা হয়। শোক র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। অনুষ্ঠানে জাতির পিতাসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এছাড়া শোক দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ, খাবার ও মিষ্টি বিতরণ করা হয়। সন্ধ্যায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জাতীয় শোক দিবস উপলক্ষে ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে রোগী বহনকারী ট্রলি ও হুইল চেয়ার প্রদান করা হয়েছে। চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল করা হয়। এই দুই অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। জেলা আওয়ামী লীগ এবং চাঁদপুর সদর ও পৌর আওয়ামী লীগ পৃথক শোক র‌্যালি করেছে শহরে।

দিবসটির শুরুতে সকল সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়