প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ০০:০০
হাজীগঞ্জে পালিশারা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ১৫ আগস্ট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের পর আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম, আব্দুল কাইয়ুম সুমন, আনিসুজ্জামান পাটওয়ারী ও মোঃ আল-আমিন। আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন, জুলফিকার আলী, আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল খালেক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ইদ্রিস মজুমদার। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক লোকমান আহমদ। পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।