মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ০০:০০

জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে
প্রবীর চক্রবর্তী ॥

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জে ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুাষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেন, ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতি, পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে একটি দেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখানো এবং সর্বশেষ তার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশের অভ্যুদয়। পরে যুদ্ধবিধ্বস্ত দেশকে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় এই সবকিছুই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রবল দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। যদিও পাকিস্তানী প্রেত্মারা বঙ্গবন্ধুকে তার সর্বশেষ স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। কিন্তু তারই উত্তরসূরি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার পদাংক অনুসরণ করে দেশকে এগিয়ে চলেছেন। আজ যারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত তাদের উচিত বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নিজেদের দেশের সেবায় বিলিয়ে দেয়া। পড়ালেখার সাথে সাথে দেশকে এগিয়ে নেয়ার জন্য সুষ্ঠু রাজনীতি করতে হবে। মোটকথা বঙ্গবন্ধুর স্বপ্নকে সত্যি করতে ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে।

সাধারণ সম্পাদক আল আমিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, যুবলীগ আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, আল আমিন পাটওয়রী, আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাচ্চুম, মোহাম্মদ হোসেন মিন্টু, জাহাঙ্গীর পালোয়ান, ইসমাইল পাটওয়ারী, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি আলী নেওয়াজ, কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শরিফ হোসেন খান, মাহমুদুল হাসান মিরাজ, আলাউদ্দিন ভূঁইয়া, সাহাবুদ্দিন টিপু, পিএম আলাউদ্দিন, নজরুল ইসলাম সুমন, পুতুল সরকার, রফিকুল ইসলাম, জানিবুল হক জুয়েলসহ বিভিন্ন ইউনিয়নের এমপি প্রতিনিধি, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়