মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ আগস্ট ২০২২, ০০:০০

আজ জাতীয় শোক দিবস
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

আজ ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ দিনটি বাঙালি জাতির জন্যে অত্যন্ত শোকাবহ একটি দিন। এদিন রচিত হয়েছিলো ইতিহাসের ঘৃণ্যতম এক কলঙ্কিত অধ্যায়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের অমানিশায় হায়েনারা বেরিয়ে গেলো, সপরিবারে সংহার করলো ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেদিন দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে চেয়েছিলো একটি আদর্শকে হত্যা করতে। কিন্তু না, তাদের সে স্বপ্ন পূরণ হয়নি। বাঙালি জাতির হৃদয়ে যে আদর্শ গেঁথে আছে, সে আদর্শকে হত্যা করতে পারেনি ঘাতকরা। তাই বঙ্গবন্ধু মরেনি। বাঙালির হৃদয়ে-মননে তিনি অবিনশ্বর, অবিনাশী।

‘যদি রাত পোহালেই শোনা যেতো/বঙ্গবন্ধু মরে নাই/যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই/তবে বিশ্ব পেতো এক মহান নেতা/আমরা ফিরে পেতাম জাতির পিতা’। সত্যি, বাঙালির হৃদয়ে, মননে এমন ইচ্ছা জাগে অবিরত। ১৯৭৫ সালের পর ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়। আর তখনি এ দিবসটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করে এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়। এভাবেই চলে ২০০১ সালের আগস্ট পর্যন্ত। কিন্তু ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় এসে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় শোক দিবসের সরকারি ছুটিসহ রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালনের বিষয়টি বাতিল করে দেয়।

এরপর ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময়কালে মহামান্য হাইকোর্টের এক ঐতিহাসিক রায়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে সরকারি ছুটিসহ রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে ঢাকাস্থ ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে হঠাৎ প্রবেশ করে সে সময়কার কিছু সংখ্যক উচ্চাভিলাষী বিপথগামী সেনা অফিসার। স্বাধীনতার পরাজিত শক্তি ও বিদেশীদের চক্রান্তে এবং নিজ স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের সেদিন ওই হায়েনারা নৃশংসভাবে গুলি করে বেয়নট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। বিশ্ব ইতিহাসের কলঙ্কিত এ হত্যাযজ্ঞের নেপথ্য নায়ক ছিলো সে সময়কার আওয়ামী লীগ সরকারের দায়িত্বশীল মন্ত্রী বাংলার মীরজাফর খন্দকার মোশতাক আহমেদ।

খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। এ হত্যাকাণ্ডের যেনো বিচার না হতে পারে সে জন্যে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়। এমন দৃষ্টান্ত পৃথিবীর কোনো সভ্য জাতির ইতিহাসে বিরল।

বঙ্গবন্ধু হত্যার নীল নকশা প্রণয়ন এবং হত্যা পরবর্তীতে মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ খন্দকার মোশতাককে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নিন্দা ও ঘৃণা জানিয়ে এসেছে বাঙালি জাতি। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার ঘটনায় বিশ্ববাসী হতবাক হয়ে যায়। কারণ, বঙ্গবন্ধু তাঁর জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন এ দেশের মাটি ও মানুষের কল্যাণে। আর সেই মহান নেতাকে হত্যার মধ্য দিয়ে এ জাতির ললাটে কলঙ্কের তিলক পড়ে যায়। সেই তিলক দীর্ঘ ষড়যন্ত্র ও ঘাত-প্রতিঘাত পেরিয়ে ২০০৯ সালে আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে মুছে ফেলা হয়।

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলায়ও সরকারিভাবে এবং দলীয়ভাবে নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি।

জেলা প্রশাসনের কর্মসূচি

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি আজ অনুষ্ঠিত হবে।

জাতীয় শোক দিবসের কার্যক্রম আজ ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে শুরু হবে। সকল সরকারি-বেসরকরি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হবে। সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১০টায় কলেজ মাঠ থেকে শিল্পকলা একাডেমী পর্যন্ত শোক র‌্যালি। সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তির উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারি শিশু পরিবার এবং সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী স্কুলে উন্নতমানের খাবার বিতরণ। বাদ জোহর বা সুবিধাজনক সময় সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং সকল মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এসব কর্মসূচিতে সানুগ্রহ উপস্থিতি কামনা করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান।

জেলা জজ আদালতের কর্মসূচি

আদালত প্রতিবেদক ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা জজ আদালত বিভিন্ন কমসূচি পালন করবে।

জেলা জজ আদালতের কর্মসূচির মধ্যে রয়েছে : আজ সোমবার সকাল ৮টায় জেলা জজ আদালত ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, সকাল ১০টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে শোক দিবসের আলোচনা সভা, মিলাদ ও দোয়া। সভায় সভাপতিত্ব করবেন জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান।

এরপর দুপুর ২টায় জেলা জজশীপের পক্ষ থেকে চাঁদপুর দারুসসুন্নাত ছালেহীয়া মাদ্রাসায় অসহায় ও দুঃস্থ শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হবে।

জেলা আওয়ামী লীগের কর্মসূচি

১৫ আগস্ট সকাল ৭টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গণজমায়েত; সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালো পতাকা অর্ধনমিত করে উত্তোলন, কালো ব্যাজ ধারণ; সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পবক অর্পণ; সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোক র‌্যালিসহ সরকারি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন; সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক শোক র‌্যালিতে অংশগ্রহণ; দুপুর ১টায় এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ; বাদ আসর সকল মসজিদে মিলাদ ও দোয়া শেষে তবররুক বিতরণ ও সুবিধামতো সময়ে মন্দির, প্যাগোডা ও গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।

স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সকল কর্মসূচিতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন তথা সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্যে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের

সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের কর্মসূচি

জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯টায় শোক র‌্যালি বের হবে। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির বাসভবনের সামনে থেকে র‌্যালি বের হয়ে চাঁদপুর সরকারি কলেজ মাঠে গিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে সেখান থেকে র‌্যালি নিয়ে আওয়ামী লীগ কার্যালয় হয়ে শিক্ষামন্ত্রীর বাসার সামনে এসে র‌্যালি শেষ হবে। র‌্যালি শেষে সেখানেই গণভোজ অনুষ্ঠিত হবে। চাঁদপুর সদর উপজলো ও পৌর আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়