প্রকাশ : ১৪ আগস্ট ২০২২, ০০:০০
গতকাল ১৩ আগস্ট শনিবার বাদ আছর চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী চৌধুরী জামে মসজিদে পরিচালনা কমিটির এক সভা সহ-সভাপতি আলহাজ¦ আলী আকবর পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পরিচালনা কমিটির সভাপতির শূন্য পদে মসজিদ কমিটির অন্যতম সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও চাঁদপুর জেলা আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহ মোঃ আব্দুল কুদ্দুছকে কমিটির সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তমতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ইতিপূর্বে মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ ফারুকুল ইসলাম স্বেচ্ছায় পদত্যাগ করায় পদটি শূন্য হয়। নব-নির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।