মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ আগস্ট ২০২২, ০০:০০

হাজীগঞ্জের কৃতী সন্তান অধ্যাপক আমির জাবি’র ভিসি প্যানেলে পেলেন সর্বোচ্চ ভোট
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আমির হোসেন মিয়াজী জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এর ভাইস চ্যান্সেলর (ভিসি) প্যানেল নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন। জাবির সাবেক উপ-উপাচার্য অর্থনীতি বিভাগের এই অধ্যাপকের প্রাপ্ত ভোট ৪৮। হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা ইউনিয়নের কৃতী সন্তান অধ্যাপক ড. আমির হোসেন মিয়াজী।

গত শুক্রবার বিকেলে জাবির সিনেট হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জাবি’র রেজিস্ট্রার রহিমা কানিজ। এতে ৪৮ ভোট পেয়েছেন অধ্যাপক ড. আমির হোসেন মিয়াজী।

এর আগে একই দিন বিকেলে সিনেটের বিশেষ অধিবেশন শুরু হয়। এরপর অধিবেশনের মূল এজেন্ডা প্যানেল নির্বাচনের কার্যক্রম শুরু হয়। এতে ৮১ সিনেটর বা ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৭৬ জন। নির্বাচনে ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম এবং ৩২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার। নির্বাচনে তিনটি প্যানেলে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই তিনজন থেকে রাষ্ট্রপতি একজনকে আগামী চার বছরের জন্য জাবি’র উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়