প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুরের বিভিন্ন থানার অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫৮ কেজি গাঁজা, ২ হাজার ৯শ’ ৯৫ পিচ ইয়াবা ও ১শ’ ৮৭ বোতল ফেনসিডিল। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর কোর্ট প্রাঙ্গণে একটি পরিত্যক্ত জায়গায় আদালতে নিষ্পত্তিকৃত ১শ’ ৪৫ মামলার আলমত হিসেবে জব্দকৃত ওই বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। নিষ্পত্তিকৃত মামলার মধ্যে মাদক মামলা ১০৬টি এবং অন্যান্য মামলা ৩৯টি। এছাড়াও এসব মামলার মধ্যে ৪ মামলায় জব্দকৃত নগদ ১১ হাজার ৯শ’ ১০ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম, কোর্ট পুলিশ পরিদর্শক রসুল আহমেদ নিজামী ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে এ মাদকদ্রব্য আগুনে পোড়ানো হয়।
এ বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক (প্রসিকিউশন) জানান, চাঁদপুরের বিভিন্ন থানায় আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযানে ওইসব মাদক উদ্ধার করা হয়েছিলো।