প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর প্রেসক্লাবের তিন বারের সভাপতি ও সাধারণ সম্পাদক, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) বাদ আসর চাঁদপুর সরকারি কলেজ মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
চাঁদপুর দর্পণ পরিবারের পক্ষ থেকে এ দোয়ানুষ্ঠানে দোয়া-মোনাজাত করেন কলেজ মসজিদের খতিব হাফেজ মাওঃ মোঃ নিজামুল হক। মিলাদ পরিচালনা করেন হাফেজ মোঃ আবুল কাশেম। এতে অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ¦ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, কাজী শাহাদাত, বর্তমান সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, রহিমা বাদশা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম ভূঁইয়া, মরহুমের বড় ভাই সাংবাদিক মুনির চৌধুরী, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফেজ আহমেদ, অবসরপ্রাপ্ত ব্যাংকার মোঃ দেলোয়ার হোসেন, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহাম্মদ, একুশে টিভির জেলা প্রতিনিধি মোঃ নেয়ামত হোসেন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি একে আজাদ, বর্তমান কোষাধ্যক্ষ মোঃ আবদুর রহমান গাজী, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহমেদ রাসেল, কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬-এর তথ্যপ্রযুক্তি সম্পাদক মোঃ কামরুল ইসলাম পাটওয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।