প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ০০:০০
গতকাল ১২ আগস্ট শুক্রবার পুরাণবাজারস্থ শ্রীশ্রী সত্যভূম মন্দিরে চাঁদপুর জেলার ১৯তম শারদাঞ্জলি গীতা নিকেতনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও গীতা পাঠের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সভাপতি রিপন কুমার সাহার সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক দিলীপ সাহার সঞ্চালনায় গীতা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, ফোরামের প্রধান উপদেষ্টা গোপাল চন্দ্র সাহা, সহ-সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুমন অধিকারী, সাংগঠনিক সম্পাদক লক্ষ্মণ সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত সরকার, প্রধান সমন্বয়ক সম্পা দত্তগুপ্ত, কোষাধ্যক্ষ রুবেল সরকার রিংকু, সহ-কোষাধ্যক্ষ সিমান্ত সাহা, দপ্তর সম্পাদক দিলীপ সাহা, প্রচার সম্পাদক দীপ্ত ঘোষ, সারথি গোবিন্দ ঘোষ, মন্দির কমিটির জুয়েল দত্ত নন্দু এবং গীতা নিকেতনের শিক্ষিকা ইভা সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে নিকেতনের ১০০ জন শিক্ষার্থীর হাতে ফোরামের ছাপানো গীতা ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয় এবং উপস্থিত প্রায় ৩০০ নর নারায়ণের সেবা দুপুরে সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, জেলা ফোরামের সভাপতি রিপন কুমার সাহার বিবাহবার্ষিকী উপলক্ষে ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং রিপন কুমার সাহা সস্ত্রীক উপস্থিত থেকে আশির্বাদ প্রার্থনা করে উপস্থিত সকল ভক্তকে প্রসাদ নিবেদন করেন।