মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ০০:০০

স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর চরাঞ্চলে থাকা সরকারি প্রতিষ্ঠান আশ্রয়ণ প্রকল্পের লোহার দরজা-জানালা, রড ও গ্রিল চুরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই চোরাই লোহালক্কড় ফেরি করে কিনছেন ভাঙ্গারি মালামাল ব্যবসায়ীদের পক্ষে কিছু হকার। সম্প্রতি চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে নদীভাঙ্গনের শিকার শিলারচরের আশ্রয়ণ প্রকল্পের ঘরের মালামাল চুরি হয়। গ্রাম পুলিশ পাঠিয়ে বেশ কিছু রড ও জানালার গ্রিল জব্দ করেন ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী। আবার কিছু লোহালক্কড় ঘাটের ট্রলারে বহন করে ভাঙ্গারি হকাররা শহরে এনে বিক্রি করেন বলেও বিভিন্ন সূত্রে জানা যায়।

এমন অভিযোগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুরাণবাজার লোহারপুল সোহাগ মেটাল ওয়াকর্সপে অভিযান পরিচালনা করে পুরাণবাজার থানা পুলিশের সহযোগিতায় চাঁদপুর মডেল থানা পুলিশ। এ সময় চোরাই সন্দেহে ওই প্রতিষ্ঠানের লোহালক্কড় ও ভাঙ্গারি মালামলসহ একটি ট্রাক জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয় এবং দোকান মালিক মিজানকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান জানান, ওই দোকানের গাড়ির মালামাল চোরাই কি না নিশ্চিত হওয়া যায়নি। যাচাই-বাছাই চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়