প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ০০:০০
জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ আগস্ট বিকেলে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। স্বাধীনতার পর থেকে জ্বালানি তেলের এতো ঊর্ধ্বমূল্য আর কখনো হয়নি। এই তেলের মূল্যবৃদ্ধির কারণে সব কিছুর মূল্য হু হু করে বেড়ে যাচ্ছে।
তিনি শাসকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে পরিমাণ চুরি করেছেন লক্ষ টাকা লিটারে তেল ক্রয় করলেও আপনাদের চুরির টাকা শেষ হবে না। কিন্তু খেটেখাওয়া মানুষদের কী হবে। অবিলম্বে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরুন।
সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মকবুল হোসাইন।
সমাবেশে বক্তারা বলেন, রোহিঙ্গারা যদি তাদের ধর্ম পরিবর্তন করতো তাহলে বৌদ্ধদের নির্যাতনের শিকার হতো না। আমরা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিলেও তাদের ইজ্জত রক্ষা করতে পারি নাই। আজ হাজার হাজার রোহিঙ্গা নারী পতিতাবৃত্তিতে চলে গেছে। আজ অনেক রোহিঙ্গা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। ভারত বিনা কথায় যেভাবে পানি ছেড়ে সিলেটকে ডুবিয়ে দিয়েছে, সিলেটের বন্যার্তদের সহযোগিতায় ইসলামী আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিলো। সকলের কাছ থেকে ৫/১০ টাকা করে তুলে সিলেটের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়ে দেশের সাধারণ মানুষকে দরিদ্রতায় ঠেলে দেয়া হচ্ছে। এদেশের মানুষ আর লুটেরা সরকারকে ক্ষমতায় দেখতে চায় না, পরিবর্তন চায়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটরী ইয়াসিন রাশেদ সানি ও যুব আন্দোলনের সেক্রেটারী এইচএম নিজামের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নূরুল আমিন, সহ-সভাপতি মাওঃ গাজী মুহাম্মদ হানিফ, হাফেজ মাওঃ মাকসুদুর রহমান, যুগ্ম সম্পাদক হাফেজ মাওঃ বেলাল হোসাইন, অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, পৌর সভাপতি মুফতি আবু নাঈম তানভির, সদর উপজেলা সভাপতি ডাঃ বেলাল হোসাইন, হাজীগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেন, শ্রমিক আন্দোলন সভাপতি মাওঃ আফসার উদ্দিন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওঃ হেলাল আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ সেলিম হোসাইন প্রমুখ।