মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ০০:০০

হাজীগঞ্জের বিএনপির দুই নেতা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন
পাপ্পু মাহমুদ ॥

হাজীগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষ দুই নেতা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু এবং বর্তমান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক মহন চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আব্দুল মান্নান খান বাচ্চুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও মোহন চৌধুরীর অবস্থা সংকটাপন্ন।

জানা যায়, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ আব্দুল মান্নান খান বাচ্চু গত শুক্রবার স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো হাসপাতালে রয়েছেন।

আব্দুল মান্নান খান বাচ্চুর ছেলে ডাঃ মাজহারুল ইসলাম জানান, বাবার অবস্থা কিছুটা ভালো। আরো কিছু পরীক্ষা বাকি আছে। সেগুলোর রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

এদিকে গুরুতর অসুস্থ হয়ে স্কয়ার হস্পিটালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক মোহন চৌধুরী। তিনি একাধিক রোগে আক্রান্ত বলে পারিবারিক সূত্রে জানা যায়।

মোহন চৌধুরীর ছেলে তারেক সিদ্দিকী জানান, বাবা গত মাসের ৩০ তারিখ থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। বাবার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। আমি সবার কাছে বাবার জন্যে দোয়া চাই।

এদিকে সোমবার উপজেলা বিএনপির শীর্ষ দুই নেতাকে দেখতে হাসপাতালে যান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মোঃ সোহেল, মোঃ ইয়াসির আরাফাত অনিক, এম সাখাওয়াত হোসেন, মোঃ শহিদুল্লাহ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান (হালিম), মোঃ আল-আমিন সর্দ্দার বাবু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রোমান ও উপজেলা বিএনপি নেতা মোঃ শাহআলম বাবুল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়