প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ০০:০০
মেঘনা নদীতে শত শত ‘জাক’ দিয়ে বিভিন্ন প্রকার মাছ ধরে মাছের প্রজননে ক্ষতি সাধন করছে অসাধু জেলেরা। নদীতে বাঁশ দিয়ে ফাঁদ তৈরি করে সৃষ্টি করা হয় ‘জাক’। মেঘনা নদীর দুপাড়ে এমন জাক উচ্ছেদ করছে চাঁদপুরের নৌ পুলিশ। গত ৭ আগস্ট সোমবার নৌ পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের নির্দেশে এসআই রেদওয়ান সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা নদীর পূর্বপাড় এলাকায় ৪টি জাক উচ্ছেদ করেন। নৌ থানার অফিসার ইনচার্জ বলেন, নদীতে জাক দেয়া নিষিদ্ধ করেছে সরকার। কোনোভাবেই জাক দেয়া যাবে না। নদীতে জাক উচ্ছেদে আমাদের অভিযান অব্যাহত থাকবে।