মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ০০:০০

রাজরাজেশ্বরে আশ্রয়ণ প্রকল্পের সরকারি ২ টন মালামাল চেয়ারম্যানের নির্দেশে জব্দ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে শিলারচর আশ্রয়ণ প্রকল্পের সরকারি প্রায় ২ টন মালামাল চেয়ারম্যান হযরত আলীর নির্দেশে জব্দ করেছে গ্রাম পুলিশ। সোমবার ৮ আগস্ট বিকেলে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছোবহান প্রধানিয়ার বাড়ি থেকে এ মালামালগুলো জব্দ করা হয়।

মালামালগুলো ক্রয় করেন শরীয়তপুর জেলার ভাঙ্গারি ব্যবসায়ী আক্তার মাঝি। মালামালের মধ্যে রয়েছে শিলারচর আশ্রয়ণ প্রকল্পের লোহার দরজা, জানালা, অ্যাঙ্গেল ও রড।

গ্রাম পুলিশ সলেমান প্রধানিয়া, হযরত আলী ও রহমত আলী জানান, চেয়ারম্যান হযরত আলী স্যারের নির্দেশে আমরা ছোবহান প্রধানিয়ার বাড়িতে গিয়ে মালামাল দেখতে পাই। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মালামাল আমাদের হেফাজতে রয়েছে।

ছোবহান প্রধানিয়ার স্ত্রী রহিমা বেগম জানায়, আমাদের বাড়ির পাশে খালি জায়গায় আক্তার মাঝি বিভিন্ন স্থান থেকে ভাঙ্গারি মাল কিনে রাখতো। সরকারি মালামাল চুরি করে বিক্রয়ের জন্য রাখছে কিনা আমি বলতে পারছি না।

ভাঙ্গারি ব্যবসায়ী আক্তার মাঝি জানান, আমি শিলারচর আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বাড়ি গিয়ে ৩৫ থেকে ৩৭টাকা করে কেজিতে মালামাল ক্রয় করেছি। মালামালগুলো ক্রয় করে ছোবহান প্রধানিয়ার বাড়িতে স্তূপ করে রেখে আসছি।

মেম্বার আবু বকর পাটওয়ারী জানান, আমি ঘটনাস্থলে এসে সকল কিছু পর্যবেক্ষণ করে বিষয়টি চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি।

রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী জানান, সরকারি মালামাল বিক্রয়ের উদ্দেশ্যে স্তূপ করা হয়েছে শুনতে পেয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশকে পাঠিয়ে মালামালগুলো জব্দ করা হয়েছে। আমি সাথে সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, ভাইস চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। তাদের পরবর্তী নির্দেশনা মোতাবেক ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়